দুই বছরের জন্য ফুটবল থেকে নির্বাসিত হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, তদন্ত শুরু ফিফার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে ইতিমধ্যেই এই প্রজন্মের অন্যতম সেরা হিসেবে ধরা হচ্ছে। তবে ২৪ বছর বয়সী এই তারকাকে হয়ত ২ বছরের জন্য নির্বাসনে যেতে হতে পারে, আর সেই নিয়ে তদন্তে নেমেছে ফিফা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলিয়ান এই তারকা একাধিক পেশাদারি ফুটবল ক্লাবের স্বীকৃত কর্ণধার হিসেবে যুক্ত রয়েছেন, যা ফিফার আন্তর্জাতিক নিয়ম বহির্ভুত। রিপোর্ট অনুযায়ী, টিবেরিস হোল্ডিং ডো ব্রাসিল নামক এক ব্রাজিলিয়ান ফার্ম এই নিয়ে ভিনিসিয়াসের নামে গত ৭ এপ্রিল ফিফার এথিক্স কমিটিতে অভিযোগ জানিয়েছে। এই অভিযোগ অনুযায়ী, কোনও ফুটবলারের ক্ষেত্রে পেশাদারি ক্লাবের কর্তৃত্ব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকা এথিক্সের বিরোধী।
যে কয়েকটি ক্লাবের স্বত্ব রয়েছে ভিনিসিয়াসের কাছে, তার মধ্যে ব্রাজিলের দল অ্যাথলেটিক ক্লাব ডে সাও জোয়াও ডেল রেই ও পর্তুগিজ ক্লাব আলভেরকা রয়েছে। ব্রাজিলিয়ান ফার্মের এই অভিযোগ ফিফার এথিক্স আইনের ২০ নম্বর ধারা ও স্পেনের ফুটবল সংস্থার এথিক্স আইনের ২২ নম্বর ধারাকে তুলে ধরেছে। রিপোর্ট অনুযায়ী, এই অভিযোগে দোষী প্রমাণিত হলে, ক্লাবগুলির স্বত্ব বিক্রি করার পাশাপাশি দুই বছর পর্যন্ত নির্বাসনের শাস্তি পেতে পারেন ভিনিসিয়াস।