বৃষ্টি সত্ত্বেও ঘরের মাঠে চার দিনে জিম্বাবওয়ের কাছে হারল বাংলাদেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবওয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পরাজিত হল বাংলাদেশ। সিলেটে বৃষ্টিতেও হল না রক্ষা! জিম্বাবওয়ের বিরুদ্ধে ৩ উইকেটে হারতে হল বাংলা টাইগারদের।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দেয় জিম্বাবওয়ে। একা লড়াই করেন মোমিনুল হক (৫৬) ও অধিনায়ক নাজমুল শান্ত (৪০)। জবাবে জিম্বাবওয়ে ২৭৩ রানে অল আউট হয়ে যায়। শন উইলিয়ামস (৫৯) ও ব্রায়ান বেনেট (৫৭) অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শান্তর ৬০ রান ও জাকের আলির ৫৮ রানের সুবাদে ২৫৫ রানের লড়াকু স্কোর তোলে বাংলাদেশ। ৬ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবওয়ের জন্য ১৭৩ রানের স্কোর তুলে দেয় বাংলাদেশ।
ওপেনিংয়ে ব্রায়ান বেনেট (৫৪) ও বেন কারান (৪৪) এর জুটিই জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। তবে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসে মেহেদির স্পিনের সামনে অবস্থা খারাপ হয়েছিল জিম্বাবওয়ের ব্যাটারদের। শেষ অবধি ৭ উইকেট পড়ে গিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় জিম্বাবওয়ে।