গোটা কলকাতা ময়দান মিলেছিল এক বিন্দুতে!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রাজ্য বা কেন্দ্রের রাজনীতি নয়। খেলার মাঠেও একটা রাজনীতি চলে। ক্রীড়া প্রশাসক কে থাকবেন, তার জন্য একটি সমান্তরাল কূটনীতির মারপ্যাঁচ থাকেই। কেউ জেতেন, কেউ হারেন। কিন্তু কেউ ময়দান ছাড়েন না। খেলার মাঠেও যেমন। নব্বই মিনিটে অনেক টেকনিক্যাল ট্যাকটিক্যাল লড়াই শেষে হার-জিত থাকে। কেউই কিন্তু ময়দান ছেড়ে চলে যান না।
এমনই এক মিলনোৎসবের আয়োজন জোড়াবাগান ক্লাবের পক্ষ থেকে। স্থান পাঞ্জাব ক্লাব টেন্ট। সন্ধ্যাকালীন আড্ডায় অনেক খাওয়া-দাওয়া আর আড্ডা। পুরোনো চেনা মুখগুলো ভিড় করল একটি একটি ফ্রেমে। মূল আয়োজক জোড়াবাগান ক্লাবের বর্ষীয়ান কর্তা শঙ্কর দাসকে পাশে নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বললেন, “এই মানুষটির জন্যেই সব।”
এসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, তিনিও গেলেন, প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু এলেন। সৌজন্য সাক্ষাৎ হল। অভিষেক ডালমিয়া, সুব্রত দত্ত, মদন মিত্র, মহম্মদ কামারউদ্দিন, রাজু আহমেদ, স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল, বেলাল আহমেদ, জয়দীপ মুখার্জি, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি, গৌতম সরকার, অলোক মুখার্জি—এ যেন চাঁদের হাট।