অ্যাকাডেমি থেকে মোহনবাগান অধিনায়ক, স্বপ্নপূরণে গর্বিত দীপক টাংরি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার কলকাতার মাটিতে শেষ অনুশীলন করে ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ খেলতে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার থেকে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে টিম কম্বিনেশন ও সেটপিসের উপর জোর দিচ্ছে সবুজ-মেরুণ ব্রিগেড। এর আগে সিটি এসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলে নিয়েছে মোহনবাগান।
এবারের সুপার কাপে মোহনবাগানকে নেতৃত্ব দেবেন ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংরি। ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে মোহনবাগান সুপার জায়ান্ট মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দীপক বলেছেন, "এটা আমার কাছে স্বপ্নপূরণ। ছোট থেকে আমি মোহনবাগানে খেলে এসেছি। স্বপ্ন থাকে সিনিয়র দলে জায়গা করে নেওয়ার। ৮-৯ বছরের কঠিন পরিশ্রমের পর সেই স্বপ্নটা পূরণ হল।"
সিনিয়র-জুনিয়র ফুটবলারদের নিয়ে ভুবনেশ্বরে যাওয়া নিয়ে দীপক বলেছেন, "ভালোই হবে জুনিয়ররা এরকম বড় মঞ্চে সুযোগ পাবে খেলার। সুপার কাপ জিতলে যা পেতাম, আমরা আইএসএল জিতে সেটাই পেয়েছি। জুনিয়র খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ এটা, সিনিয়রদের জন্যও ভালো সুযোগ নিজেদের প্রমাণ করার। আমরা নেতৃত্ব দেব। জুনিয়রদের জন্য নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে যে তারা সর্বভারতীয় স্তরে এই মঞ্চে খেলতে পারবে।"
প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সকে নিয়ে দীপক বলেছেন, "আইএসএলের মতই হবে, তবে ওদের কোচ বদলে যাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে খেলায়। দেখা যাক কি হয়, আমরা নিজেদের শতভাগ দেব এবং বাকিটা ম্যাচের দিন দেখা যাবে।"
অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে দলকে কীভাবে মোটিভেট করছেন? এর জবাবে টাংরি বলেছেন, "ফুটবলাররা সবাই পেশাদার। ওরা মোহনবাগানে খেলছে, ওদের বুঝতে হবে কাদের প্রতিনিধিত্ব করতে এসেছে। ওরা জানে কোন দলের হয়ে খেলতে এসেছে, কতটা গুরুত্বপূর্ণ এই দলের সম্মান। আমি জুনিয়রদের মোটিভেট করব আর বলব নিজের শতভাগ দাও। খেলাটাকে উপভোগ কর, এটাই গুরুত্বপূর্ণ। খেলাটাকে উপভোগ করলে ভালো ফল আসবে।"