RFDL-আইএসএলের খেলোয়াড়দের নিয়ে সুপার কাপের দল ঘোষণা করল মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল লিগ শিল্ড জিতে এএফসিতে জায়গা পাকা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই পরিস্থিতিতে কলিঙ্গ সুপার কাপের জন্য রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে ২৫ সদস্যের দল ঘোষণা করল সবুজ-মেরুণ ব্রিগেড।
এই দলে আইএসএলে সেভাবে গেমটাইম না পাওয়া ফুটবলাররা যেমন রয়েছেন, তেমনি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হওয়া দলের ফুটবলাররাও রয়েছেন। এর সাথে একমাত্র বিদেশি হিসেবে রয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস। দলের হেড কোচ হিসেবে রয়েছেন নুনো রেইস, আর অধিনায়ক নির্বাচিত হয়েছেন দীপক টাংরি।
প্রথম রাউন্ডে আইলিগ চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স নাম তুলে নেওয়ায় বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছে মোহনবাগান। সেখানে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যারা প্রথম রাউন্ডে ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে দুরমুশ করেছে।