কেরালা পূর্ণশক্তির দল আনায় সুবিধা হয়েছে, সুপার কাপের আগে আত্মবিশ্বাসী বাস্তব রায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার কলকাতার মাটিতে শেষ অনুশীলন করে ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ খেলতে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার থেকে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে টিম কম্বিনেশন ও সেটপিসের উপর জোর দিচ্ছেন কোচ বাস্তব রায়। এর আগে সিটি এসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলে নিয়েছে মোহনবাগান।
ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে মোহনবাগান সুপার জায়ান্ট মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাস্তব রায় বলেছেন, "আইএসএলের খেলোয়াড়দের সাথে আমরা কাজ করেছি, আরএফডিএলের ছেলেরাও চ্যাম্পিয়ন হয়েছে। চোট-আঘাত সেরকম কিছু নেই, তবে দলের মধ্যে কম্বিনেশন গড়তে হবে। যেহেতু এদের অভিজ্ঞতা কম, ম্যানেজমেন্ট ওদের সুযোগ দিয়েছে বড় মঞ্চে খেলার, এখন দেখতে হবে ওরা সেইমত মানসিকভাবে তৈরি হতে পারে কিনা। আশা করি ভালোই হবে।"
তবে এই সুপার কাপটা তাদের জন্য স্রেফ জুনিয়রদের প্রমাণের মঞ্চ, তা বুঝিয়ে দিলেন বাস্তব রায়। তিনি বলেছেন, "যদি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে সুপার কাপ খেলতে যেতাম, তাহলে পূর্ণশক্তির দলই পাঠাত। কিন্তু জুনিয়র দল পাঠানো হচ্ছে যাতে তারা প্রমাণ করতে পারে, এদিকে সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতাটি জাতীয় দলে ফেরার মঞ্চ।"
প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সকে নিয়ে বাস্তব রায় বলেছেন, "ওরা খুব ভালো দল, শক্তিশালী দল। কেরালা ব্লাস্টার্স ধারেভারে আমাদের থেকে ভালো। নতুন কোচের অধীনে ওরা ভালোমত প্রস্তুতি নিয়েছে। তবে ওরা পূর্ণশক্তির দল নামিয়ে আমার সুবিধা হয়েছে আমি আমার ছেলেদের দেখে নিতে পারব, ওরা কতটা লড়াই দিতে পারে। এটা আমার পক্ষে ভালো হয়েছে।"