চিন্নাস্বামীতে বেগুনী ঝড়ে কুপোকাত আরসিবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৪-এর ট্রেন্ড বদলে দিল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে চলতি প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে অ্যাওয়ে ম্যাচ জিতল নাইটরা। শুধু জিতলই না, দাপটের সাথে জিতল কলকাতা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে হারায় বেঙ্গালুরু। এরপর বিরাট কোহলির সাথে ক্যামেরন গ্রিন (২১ বলে ৩৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৯ বলে ২৮) হাল ধরেন। গ্রিন ও ম্যাক্সওয়েল দুজনেই আক্রমণাত্মক শুরু করেন, কিন্তু ইনিংসকে বড় করতে পারেননি। ম্যাক্সওয়েলকে দুইবার জীবন দিয়েও তৃতীয়বার তাকে আউট করে নাইট বোলাররা।
আরও পড়ুন - ইগর স্টিমাচের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ৫ সদস্যের কমিটি গঠন করল এআইএফএফ
তবে বরাবরের মতই নজর কাড়লেন বিরাট কোহলি। ৪টি করে চার ও ছয় মেরে ৫৯ বলে অপরাজিত ৮৩ রান করেন কোহলি। তবে মাঝে একের পর এক উইকেট পড়ার কারণে থমকে গিয়েছিল আরসিবি। শেষ দিকে দীনেশ কার্তিকের ঝোড়ো ক্যামিওতে (৮ বলে অপরাজিত ২০) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮২/৬ এর চ্যালেঞ্জিং স্কোর তোলে।
নাইটদের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল। তবে গত ম্যাচের মতই ফ্লপ অজি পেসার মিচেল স্টার্ক। চার ওভারে বিনা উইকেটে দিয়ে বসলেন ৪৭ রান। এছাড়া সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীও সেভাবে প্রভাব ফেলতে পারেননি।
আরও পড়ুন - বিরাট-গৌতমের গম্ভীর মুহূর্ত, ছবি দেখলে চমকে যাবেন!
তবে বল হাতে নজর কাড়তে না পারলেও ব্যাট হাতে ঝড় তোলেন নারাইন। ফিল সল্ট (২০ বলে ৩০) এর সাথে ঝোড়ো শুরু করেন ক্যারিবিয়ান এই স্পিনার। মাত্র ২২ বলে ৪৭ রান করেন তিনি। এর জেরে পাওয়ারপ্লেতেই ম্যাচ নিজেদের আয়ত্ত্বে করে নেয় কলকাতা নাইট রাইডার্স।
সল্ট ও নারাইন আউট হওয়ার পর আক্রমণ বজায় রাখেন ভেঙ্কটেশ আইয়ার। অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে (২৪ বলে অপরাজিত ৩৯) সঙ্গে নিয়ে ২৯ বলে ঝোড়ো অর্ধশতরান করেন ভেঙ্কটেশ। শেষে রিঙ্কু সিংকে নিয়ে ১৯ বল বাকি থাকতে নাইটদের ম্যাচ জিতিয়ে দেন শ্রেয়াস।
আরও পড়ুন - ভারতীয় ফুটবলের এই অবস্থার জন্য কি কোচ একা দায়ী?
একমাত্র বিজয়কুমার ভৈশাখ (৪-২৩-১) ছাড়া বাকি কোনও আরসিবি বোলারকে রেয়াত করেননি নাইট ব্যাটাররা। মহম্মদ সিরাজ (৩-৪৬-০) ও আলজারি জোসেফকে (২-৩৪-০) নিয়ে যেন ছেলেখেলা হয়। হয়ত একজন স্পিনারের অভাব বোধ করছিলেন ফাফ ডু প্লেসিস।
এই জয়ের জেরে আপাতত দ্বিতীয় স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। দুই ম্যাচে দুই জয় - নিঃসন্দেহে দুর্দান্ত শুরুটা করেছে শ্রেয়াস আইয়ারের ছেলেরা।