শুরু হল, অশোকনগর টাউন অলিম্পিক্স!

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: আগামী সামার অলিম্পিকের আসর কোথায় বসছে? সবাই বলবেন লস এঞ্জেলেস, হ্যাঁ লস এঞ্জেলেসেই তো। শিয়ালদা নর্থ শাখার ট্রেনে অশোকনগর! ১২ তারিখ রবিবার, মুখরিত ছিল অশোকনগরের রাজপথ, ম্যারাথন দৌড়ের অংশ নিলেন হাজারো প্রতিযোগী।
প্রতিযোগিতা শুরু হয়, আরও কিছুদিন আগে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ সালে উত্তর ২৪ পরগনা অশোকনগর শহরে শুরু হয়ে "অশোকনগর টাউন অলিম্পিক্স"।