এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: আগামী সামার অলিম্পিকের আসর কোথায় বসছে? সবাই বলবেন লস এঞ্জেলেস, হ্যাঁ লস এঞ্জেলেসেই তো। শিয়ালদা নর্থ শাখার ট্রেনে অশোকনগর! ১২ তারিখ রবিবার, মুখরিত ছিল অশোকনগরের রাজপথ, ম্যারাথন দৌড়ের অংশ নিলেন হাজারো প্রতিযোগী।
প্রতিযোগিতা শুরু হয়, আরও কিছুদিন আগে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ সালে উত্তর ২৪ পরগনা অশোকনগর শহরে শুরু হয়ে "অশোকনগর টাউন অলিম্পিক্স"।
অশোকনগর টাউন অলিম্পিকস জনপ্রিয়তা বাড়ছে। প্রতি বছর প্রতিযোগিদের সংখ্যা ক্রমশ বাড়ছে। উদ্যোগতারা চান তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ বেড়ে উঠুক।
২০২০ সালে শুরু হয়েছিল "অশোকনগর টাউন অলিম্পিক্স "। এই বছর চতুর্থবর্ষে পা দিল এই অলিম্পিকের আসর।
এই বছর মোট ছ হাজার জন অংশগ্রহণ করছেন টাউন অলিম্পিকসে। বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা যেমন টেবিল টেনিস, ফুটবল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, খো খো এবং তার সঙ্গে এথলেটিক্সের প্রতিযোগিতাও আয়োজিত হচ্ছে এখানে।