Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণা করল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। পাকিস্তান ও আরব আমিরশাহীতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্বজয়ীদের দলে রয়েছে বেশকিছু চমক। বাদ পড়েছেন তিন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার দল থেকে ২০২৩ বিশ্বকাপ জয়ী দলের যে তিন ক্রিকেটার বাদ পড়েছেন তাঁরা হলেন ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন এবং শন অ্যাবট। ডেভিড ওয়ার্নার ইতিমধ্যে অবসর ঘোষণা করেছেন। গ্রিন এবং শনের চোট ফলে তারাও ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।
অজি দলে সুযোগ ছিলেন ম্যাথিউ শর্ট এবং অয়ারন হার্ডি। সুযোগ পেয়েছেন বিগ ব্যাশে নজরকারা নাথান এলিস। অন্যদিকে চোটের কারণে এখনও পর্যন্ত অনিশ্চিত অধিনায়ক প্যাট কামিন্স, যদিও দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর, ফিরেছেন হ্যাজেলউডও। যদি তিনি একান্তই খেলতে না পারেন সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব সামলাবেন স্টিভ স্মিথ।