ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজের ফাইনাল হবে কলকাতায়, পুরষ্কার মূল্য জানলে চমকাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আমরা যারা পাবজিতে এক সময়ে আসক্ত ছিলাম, তারা নিশ্চয়ই বিজিএমআই অর্থাৎ ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নামটি জানি। পাবজির ভারতীয় সংস্করণ হল বিজিএমআই, যা আজও বেশ জনপ্রিয়। সেই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজের ফাইনাল আয়োজিত হবে কলকাতায়।
এই প্রতিযোগিতাটি দেশের সব থেকে বড় বিজিএমআই প্রতিযোগিতা, যা আগামী ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে। গত ৩ ফেব্রুয়ারি ১০২৪টি দল নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা, যেখানে প্রতিটি রাউন্ডে নিজেদের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। এরপর কোয়ার্টার ফাইনালে সেটি ৬৪টি দলে নেমে আসে। এর মধ্যে থেকে ১৬টি দল ফাইনালে যোগ্যতা অর্জন করেছে।
গতবারের প্রতিযোগিতা থেকে এবারে পুরষ্কার মূল্য ৬০ শতাংশ বেড়েছে। যে দল এই প্রতিযোগিতা জিতবে, তারা পাবে ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা। দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে ৩৭ লক্ষ ২০ হাজার টাকা। তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২৬ লক্ষ টাকা। এছাড়া প্রতিযোগিতার সেরা খেলোয়াড় পাবেন ৩ লক্ষ টাকা, ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন দেড় লক্ষ টাকা। মোট ৩.৫ কোটি টাকার পুল রয়েছে এবারের প্রতিযোগিতায়।