স্প্যানিশ সংস্থার সৌজন্যে বাংলার স্কুলে স্কুলে ফুটসল আনছে অপরূপ ফুটসল স্কুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীর উদ্যোগে বাংলা তথা ভারতবর্ষে ফুটসল এক নতুন জায়গা পেয়েছে। যার জন্য তিনি তৈরি করেছেন অপরূপ ফুটসল স্কুল। এবার বাংলার স্কুলে স্কুলে ফুটসলকে ছড়িয়ে দিতে এআইএফএফ ব্লু কাবস লিগ চালু করতে চলেছে অপরূপ ফুটসল স্কুল, যার সাথে রয়েছে স্পেনের ফুটসল সংস্থা লিগা নাজিওনাল দ্য ফুটবল সালা।
এই লিগের নাম হতে চলেছে 'স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ', যেখানে বিনামূল্যে ১০০টির বেশি সরকারি স্ক্লুলের ১ লক্ষের বেশি শিশুদের ফুটবল ইকোসিস্টেমে যুক্ত করার কাজ করা হবে। তারই উন্মোচনে মঙ্গলবার বাইপাসের ধারে এক হোটেলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে আয়োজক অপরূপ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় ফুটসল দলের হেড কোচ জোসুয়া ভাজ, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী, ভবানীপুর ক্লাবের কর্ণধার সৃঞ্জয় বোস, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও ক্রীড়া মনোবিদ মৃণাল চক্রবর্তী। ফিফা বিশ্বকাপ ট্রফির আদলে তৈরি করা হয়েছে এই প্রতিযোগিতার ট্রফি।
এই পরিকল্পনাটি মূলত দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে এআইএফএফ ব্লু কাবসের মাধ্যমে ইন্ট্রা স্কুল প্রতিযোগিতা করা হবে, যেখানে স্কুলগুলির প্রতিটা ক্লাসের প্রতিটা সেকশনের মধ্যে খেলা হবে। সেখান থেকে স্কুলের দল তৈরি করা হবে। প্রতিটা খেলাই হবে নকআউট পর্বের ম্যাচ। সেই খেলা পর্যালোচনার জন্য ফিজিক্যাল স্কাউট ও ফুটবল অ্যানালিটিক্স ব্যবহার করা হবে।
দ্বিতীয় পর্যায়ে প্রতিটা স্কুল থেকে প্রথম পর্যায়ে নির্বাচিত সেরা ২৫ জন খেলোয়াড় নিয়ে অপরূপ এলএনএফএস ফুটসল স্কুলের অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ দল গড়া হবে। এই খেলোয়াড়দের ইন্ডিয়ান স্কাউটিং প্ল্যাটফর্মের সামনে আনা হবে, যেখান থেকে প্রতিভাবানদের খুঁজে বার করে তাদের মূলস্রোতের ফুটবলে তুলে আনতে পারে।