প্রেমজিতের মুকুটে যোগ হল নতুন পালক। বিস্তারিত পড়ুন…

নিজস্ব প্রতিনিধি : হ্যাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়া’র সভাপতি নির্বাচিত হলেন প্রেমজিৎ সেন। এই হ্যাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়া ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে এই সংস্থা ৫টি জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করেছে।
হ্যাপকিডো হল একধরনের কোরিয়ান মার্শাল আর্ট। এই মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা হলেন গ্র্যান্ড মাস্টার চৈ ইয়ং সুল। এটা হল সাধারণত খালি হাতে আত্মরক্ষার পদ্ধতি। হ্যাপকিডো হল যুযুৎসু, আইকিডো, তাই কোন ডো, ট্যাকসুডুর মিলিত মার্শাল আর্ট।

হ্যাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়া হল ওয়ার্ল্ড হ্যাপকিডো কনফেডারেশনের অনুমোদিত যা টাফিসা’র অন্তর্গত। টাফিসা আবার অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত। হ্যাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়ার নব নির্বাচিত সভাপতি প্রেমজিৎ সেনকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়, বিওএ’এর সচিব স্বপন ব্যানার্জি এবং আরও বহু বিশিষ্ট মানুষেরা। একইসঙ্গে ভারতে হ্যাপকিডোর প্রচার এবং প্রসারের অঙ্গীকার করেন এই সস্থার নব নির্বাচিত সভাপতি প্রেমজিৎ সেন।