পেরুর পেনাল্টি মিসে কোনওক্রমে জয় হাসিল আর্জেন্টিনার, সুযোগ নষ্টের বহর ডি মারিয়াদের

Peru vs. Argentina: the weather forecast for the match of the blanquirroja  in Buenos Aires | Qatar 2022 Qualifiers | NCZD | FOOTBALL-PERUVIAN - NewsWep
Photo – Google

আর্জেন্টিনা – ১ (লাউটারো মার্টিনেজ)

পেরু – ০

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২২ যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় সময় শুক্রবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও পেরু। আর এই ম্যাচে কষ্টার্জিত জয় তুলে নেয় কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। পেরুর দুর্দান্ত লড়াই সত্ত্বেও আর্জেন্টিনা কেবল এক গোলেই জয় তুলে নেয়।

প্রথমার্ধের শেষের দিকে দুর্দান্ত হেডারে গোল করেন লাউটারো মার্টিনেজ। তবে ৬৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় পেরু। বক্সের মধ্যে ফাউল হন পরিবর্ত হিসেবে নামা জেফারসন ফারফান, যখন তিনি আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে টপকাতে যান। কিন্তু সেই পেনাল্টি বারে মারে ইয়োশিমার ইয়োতুন।

তবে তা সত্ত্বেও দারুণভাবে লড়ে যায় পেরু। এদিকে আরও গোল করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ান রোমেরোর একটি গোল অফসাইড হয়, এদিকে অ্যাঞ্জেল ডি মারিয়া দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। এদিকে পেরুর জিয়ানলুকা লাপাডুলা দারুণ চেস্ট ট্র্যাপ করে বল নামিয়ে আনলেও সহজ গোলটি করতে ব্যর্থ হন।

আর এই জয়ের জেরে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে থেকে যায় আর্জেন্টিনা। ব্রাজিলের থেকে ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা।