এশিয়ান গেমসের শুটিং ইভেন্টে জয়জয়কার ভারতীয় ক্রীড়াবিদদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এশিয়ান গেমসে ভারতীয় শুটিং দল দেশের জন্য জিতে চলেছে একের পর এক পদক। ১০মি এয়ার পিস্তল মহিলা ফাইনাল ইভেন্টে পলক গুলিয়া এবং ঈশা সিং যথাক্রমে সোনা এবং রূপোর পদক জিতেছেন।

আরও পড়ুন- ডার্বি ম্যাচে কেমন দল নামাবে মোহনবাগান? জানালেন কোচ বাস্তব রায়

এশিয়ান গেমসে শুটিং-এর রেকর্ড ভেঙেছেন পলক। তার প্রাপ্ত স্কোর ২৪২.১। হাংঝোউ গেমসে শুটিং বিভাগের এটি অষ্টম সোনা জয়।

ব্যক্তিগত এই শুটিং ইভেন্টের আগে দলগত ভাগে রূপোর পদক জিতেছিলেন পলক এবং ঈশা। ব্যক্তিগত ইভেন্টে প্রথম দুই স্থানে দুই ভারতীয় মহিলা জায়গা করে নেওয়ার পর তৃতীয় স্থানে শেষ করেন পাকিস্তানের তলত।

সম্প্রতি ৫০মি রাইফেল থ্রি-পিস দলগত পুরুষ ইভেন্টে সোনা জিতেছে ভারত। ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, স্বপনীল সুরেশ, অখীল শেওরান জিতেছেন এই স্বর্ণপদক।