রুতুরাজের নেতৃত্বে এশিয়ান গেমস খেলতে চিনের উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় ক্রিকেট দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট খেলার জন্য চিনের উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় ক্রিকেট দল। ৩ অক্টোবর থেকে শুরু হবে এশিয়ান গেমসে তাদের যাত্রা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান আইসিসি টি-২০ র‌্যাঙ্কিং-এর শীর্ষ-পাঁচটি দল কোয়ার্টার ফাইনালে সরাসরি প্রবেশের অনুমতি পেয়েছে।

আরও পড়ুন: মাঠে ও গ্যালারিতে বেঙ্গালুরু রোস্ট করল মোহনবাগান

রুতুরাজ গায়কওয়াড় এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন এবং দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল। আইপিএল ২০২৩-এর চেন্নাই সুপার কিংসের মিডিল অর্ডারে ব্যাটিংয়ের মূল স্তম্ভ শিবম দুবেকে এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছে।আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরে, রিঙ্কু সিংকে এশিয়ান গেমসে ভারতীয় দলে রাখা হয়েছে। এছাড়াও উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা এবং প্রভসিমরান সিং দলে জায়গা পেয়েছেন।

একনজরে ভারতীয় দল এশিয়ান গেমসের জন্য:

রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে এবং প্রভসিমরান সিং (উইকেটরক্ষক)।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা এবং সাই সুদর্শন।