ভারতীয় অ্যাথলিটদের উন্নয়নে বড় পদক্ষেপ! বিপুল বাজেটের ক্রীড়া বিজ্ঞান কেন্দ্রের পরিকল্পনা

Coronavirus: Mental and physical challenges India's elite athletes will  face during lockdown
Photo – Google

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের অসাধারণ সাফল্যে চোখ খুলে গিয়েছে দেশবাসীর। ক্রিকেট-ফুটবল ছাড়াও অ্যাথলেটিক্স ও অন্যান্য ক্রীড়াতেও উন্নতি সম্ভব, তা দেখিয়েছেন মীরাবাই চানুরা। এবার এই অসাধারণ সাফল্যের পরে কেন্দ্রীয় সরকারও মরিয়া, আগামী দিনের ভারতীয় অ্যাথলিটদের কিভাবে আরও উন্নতি করা যায়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একটি আধুনিক মানের ক্রীড়া বিজ্ঞান কেন্দ্র তৈরির কাজ শুরু করেছে, যেখানে ভারতীয় অ্যাথলিটদের পারফর্মেন্স ও কেরিয়ার আরও দীর্ঘস্থায়ী করা যায়। আর এই কেন্দ্রের জন্য ২৫০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এর জন্য ইতিমধ্যেই এক বিশেষজ্ঞকে নিয়োগ করা হয়েছে, যিনি দেশ-বিদেশের ছয়টি প্রতিষ্ঠানের বিষয়ে যাবতীয় তথ্য বিস্তার করে আন্তর্জাতিক মানের একটি জাতীয় ক্রীড়া বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র স্থাপন করতে সাহায্য করবেন।

জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর এই সংক্রান্ড বিড পেপার সামনে এসেছিল কেন্দ্রীয় সরকার। একটি সরকারি নথিতে এই বিষয়ে লেখা হয়েছে, “বহু দেশ এখন জাতীয় স্তরে উন্নত মানের ক্রীড়া বিজ্ঞান প্রকল্প সহায়তা কেন্দ্র তৈরি করেছে, যাতে কোচেদের সুবিধা হয় দুর্দান্ত অ্যাথলিটদের প্রতিভা ও পারফর্মেন্সের উন্নতি করা যায়।”

সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে সাতটি পদক জিতেছিল ভারত, যেখানে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এদিকে টোকিও প্যারালিম্পিকে রেকর্ড ১৯টি পদক এনেছে ভারতীয় প্যারাথলিটরা, যার মধ্যে রয়েছে পাঁচটি সোনা।