স্টীম দক্ষতাকে কাজে লাগিয়ে ই-স্পোর্টস আঙিনায় অভিনব উদ্যোগ ডন বস্কো স্কুলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বর্তমানে ই-স্পোর্টসের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর তার সাথে গুরুত্ব বাড়ছে স্টীম বিদ্যার। আধুনিক প্রযুক্তি বিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে স্টীম দক্ষ পেশাদারীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ই-স্পোর্টস স্টীম দক্ষতাকে এক বিশেষ মাত্রা দিয়েছে। এই স্টীম দক্ষতা সম্পন্ন ই-স্পোর্টস এক বাস্তবিক রূপ পাচ্ছে দ্য ভিঞ্চি সকারবট চ্যাম্পিয়নশিপে (ডিএসসি)। আগামী ৪ঠা মে পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলে ডিএসসি ২৪-এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে, যার আয়োজক হলো আমেরিকার আইএসআর লাইফ (ISR LIFE)।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

ডন বস্কো স্কুলের এই সকারবট চ্যাম্পিয়নশিপের বিষয় আইএসআর লাইফের সিইও, ড: জর্জ পানিকর বলেছেন, “স্টীম শিক্ষা ছাত্রদের প্রযুক্তিবিদ্যায় এগোতে সাহায্য করে। এরসঙ্গে যোগ হয় তাদের আন্তঃবিষয়ক পড়াশোনা। এই শতকের চারটি অতিপ্রয়োজনীয় দক্ষতা- পারস্পরিক সংযোগ, সহযোগিতা, সৃজনশীলতা ও বিশ্লেষণভিত্তিক বুদ্ধিমত্তা, তারা নানান প্রজেক্টের মাধ্যমে প্রকাশ করার সুযোগ পায়। এক ক্রমবিবর্তমান বিশ্বে যুঝবার উপযুক্ত হাতিয়ার পেয়ে যায় তারা।”

খবর অনুযায়ী, ২০২২ থেকে আইএসআর লাইফ এই চ্যাম্পিয়নশিপ শুরু করে। ডিএসসির মাধ্যমে পড়ুয়ারা বিজ্ঞান, প্রযুক্তি, যন্ত্রবিদ্যা, কলা এবং গণিতের বিষয় জ্ঞান অর্জন করার সুযোগ পায়।

মূলত এই চ্যাম্পিয়নশিপে রোবট গঠন করে তাকে ‘সকার’ খেলার জন্য প্রস্তুত করা হয়। আকার নির্ধারণ থেকে প্রোগ্রামিং অবধি সবকিছুই পড়ুয়ারা নিজের হাতে করে।