ইস্টবেঙ্গলকে কীভাবে স্বস্তি দিল এএফসি? জানিয়ে দিলেন কুশল দাস। বিস্তারিত পড়ুন…

নিজস্ব প্রতিনিধি : আইএসএল খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের জন্য স্বস্তির খবর। ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়াল এএফসি। নিয়মমাফিক ১৩ অক্টোবর পর্যন্ত ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করার সময় ছিল। সেটা ১৩ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। ফলে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আরও সময় পেল ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী সংস্থা। এই বিষয়ে ফেডারেশনের সচিব কুশল দাস বলেন, “নতুন কোম্পানির আওতায় ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বেশ কিছু সময় প্রয়োজন। ইস্টবেঙ্গলের ব্যাপারটা এএফসি গুরুত্ব দিয়ে দেখছে। তাই ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় মেয়াদ ১৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। এতে ইস্টবেঙ্গলের সুবিধা হবে।”

শ্রী সিমেন্ট নতুন বিনিয়োগকারী হিসেবে আসার পর তাদের কাছে এখন স্পোর্টিং রাইটস ও এনওসি রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড থেকে স্পোর্টিং রাইটস ও এনওসি চলে এসেছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামক নতুন কোম্পানির কাছে। ফলে নতুন কোম্পানির আওতায় ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সময় দরকার। তাই শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’কে বাড়তি সময় দিল এএফসি।