এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের পদক জয়ের সর্বকালীন রেকর্ড!

Photo- X (Twitter)

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশ্ব ক্রীড়া মহলে সাম্প্রতিক কালে ভারতীয় ক্রীড়াবিদদের উত্থান সকলের নজর কেড়েছে। বুধবার এশিয়ান গেমসে নতুন রেকর্ড ভারতের। এশিয়ান গেমসে নিজেদের সর্বোচ্চ মেডেল জয়ের রেকর্ড গড়লেন ভারতীয় ক্রীড়াবিদরা। এর আগে ২০১৮ সালে মোট ৭০ টি মেডেল জয়ের রেকর্ড ছিল ভারতের। হাংঝোউ এশিয়ান গেমসে ৪ দিন বাকি থাকতেই সেই রেকর্ড ভেঙে যায়।

বুধবার সকালে মিক্সড দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতে ভারতের রাম বাবু এবং মঞ্জু রানি। এটি ছিল ভারতের জন্য ৭০ তম পদক।

আরও পড়ুন- নতুন লুকে ধোনি! যেন ফিরে এলেন সেই পুরোনো মাহি

এর কিছু সময় পর জ্যোতি শুরেখা ভেন্নাম এবং প্রবীণ ওঝা তীরন্দাজ ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলে ঐতিহাসিক ৭১ তম পদকটি চলে আসে ভারতের জন্য।

বর্তমানে ভারত মেডেল তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এখনও বেশ কিছু ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।