সৌদি চ্যালেঞ্জ কঠিন, তবে অসম্ভব নয়! মানছেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষ ফুটবল বিভাগের শেষ ষোলোয় ভারতের প্রতিপক্ষ শক্তিশালী সৌদি আরব। সদ্য ফিফা বিশ্বকাপ খেলা এই পশ্চিম এশীয় দেশের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো নয়। শেষ পাঁচ সাক্ষাতে সৌদি আরব ১৮টি গোল করেছে, যেখানে ভারত কেবল ২টি গোল করতে সক্ষম ছিল।

আরও পড়ুন – সৌদি আরবের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজিতে নামবে ভারত? জানালেন সুনীল ছেত্রী

তবে সৌদি আরবের বিরুদ্ধে কঠিন লড়াই নিয়ে বেশি ভাবতে নারাজ ইগর স্টিম্যাচ। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, “সৌদি আরবের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড যাই থাকুক না কেন, আমরা চমক দিতে প্রস্তুত। আমি খেলোয়াড়দের সাথে আলোচনা করেছি এবং সৌদি আরবের ম্যাচের জন্য যাবতীয় স্ট্র্যাটেজির ছক কষে নিয়েছি। সৌদি খুব ভালো দল এবং প্রচুর আত্মবিশ্বাসের সাথে খেলছে। ওদের দুর্দান্ত একক দক্ষতা ও প্রতিভা রয়েছে।”

“আমাদের প্রধান সমস্যা হল ম্যাচে খেলোয়াড়দের তাদের সহজাত জায়গায় না খেলতে পারার সম্ভাবনা। আমরা প্রস্তুত হয়ে যাব আর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই দেব। আমরা মাঠে নিজেদের সর্বস্ব দেব। আমরা প্রবলভাবে লড়ব।”