করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য করলেন সুনীল ছেত্রীরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীদের পরিবারের পাশে দাঁড়ালেন সুনীল ছেত্রীরা। রবিবার ইন্টারকন্টিনন্টাল কাপ জয়ী ভারতকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ভারতীয় ফুটবল দল সেই পুরস্কার মূল্য থেকে ২০ লক্ষ টাকা দান করল ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে নিজের সংসার সাজাতে পুরোনো বন্ধুদের ফিরিয়ে আনছেন কুয়াদ্রাত

সোমবার এক টুইট করে ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে ওই কথা জানানো হয়েছে। ২০ লাখ টাকা যে দুর্ঘটনায় আহত ও নিহতদের ত্রাণ-পুনর্বাসনের ক্ষেত্রে খুব একটা বিশাল পরিমাণ অর্থ নয় তা উল্লেখ করে টুইটে বলা হয়েছে, “আমরা জানি যারা স্বজন হারিয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের কাছে এই অর্থ সামান্য। তবু আমরা এক ক্ষুদ্র প্রচেষ্টায় সামিল হয়েছি।”

প্রসঙ্গত ২রা জুন বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু থেকে হাওড়াগামী যশোবন্তপুর সুপার ফার্স্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৮৮ জন। গুরুতর জখম হয়েছিলেন প্রায় হাজার খানেক যাত্রী। ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছিল গোটা দেশবাসী। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ, ওড়িশা সরকার। এবার দাঁড়াল ভারতীয় ফুটবল দল।