জামসেদপুরের বিরুদ্ধে হারের হতাশাকে দূরে সরিয়ে দিয়েছেন ফেরান্ডো, লক্ষ্য ট্রফি জয়

Photo – Google

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সেমি ফাইনালের প্রথম লেগে নামার আগে প্রস্তুতিতে মগ্ন এটিকে মোহনবাগান। জামসেদপুরের কাছে লিগ শিল্ড হাতছাড়া হওয়ার পর এটিকে মোহনবাগানের কাছে এখন নতুন টার্গেট, ট্রফি জেতার।

আর এই কারণে সেমি ফাইনালের প্রথম লেগে হায়দ্রাবাদের বিরুদ্ধে ভালো খেলতে মরিয়া এটিকে মোহনবাগান। ম্যাচের আগে নানা প্রশ্নের উত্তর দিলেন কোচ জুয়ান ফেরান্ডো।

হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে গোল না খাওয়ার বিষয় নিয়ে কি বিশেষ জোর দিচ্ছেন? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, “খুব জরুরি নয় এটির জন্য। আমাদের অন্যান্য বিষয়ও ফোকাস রাখতে হবে। কখনও কখনও এমনটা হতেই পারে। তবে বারবার এমনটা হওয়া উচিত নয়।”

গত কয়েক ম্যাচে গোল সেভাবে আসছে না এটিকে মোহনবাগানের। এর জন্য কি কোনও পরিকল্পনা নিচ্ছেন তারা? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, “এটাই ফুটবল। কখনও কখনও গোল করা যায়, কখনও টেকনিক্যাল লড়াইও সামলাতে হয়। কখনও কখনও এই খারাপ মুহুর্তও আসে।”

হায়দ্রাবাদের কোন বিষয়গুলি নিয়ে চিন্তিত? ফেরান্ডো বলেছেন, “আমরা একটি ভালো দলের বিরুদ্ধে খেলব। ২০ ম্যাচের পর হায়দ্রাবাদ অনেকটাই পরিণত। ওরা খুব চাপ বজায় রেখে খেলে। ওরা ম্যাচটি উপভোগ করে, কিন্তু ম্যাচ জেতার জন্য নামে।”

হায়দ্রাবাদের বিদেশী আক্রমণ নিয়ে ফেরান্ডো বলেছেন, “ওরা একসাথে কার্যত গোটা মরশুম ধরেই খেলছে। তাই ওরা এত বেশি সফল। এরকমভাবেই যেন আমরা সফল হতে পারি।”

হায়দ্রাবাদের ভারতীয় খেলোয়াড়রাও দুর্দান্ত ফুটবল খেলছে। এই নিয়ে ফেরান্ডো বলেছেন, “ওরা ওদের কাজ করছে। ওরা অনেক উন্নতি করেছে। তবে হায়দ্রাবাদের স্কাউটরা ওদের খুঁজে এনেছে এবং ওদের সাথে কাজ করে এই জায়গায় এসেছে। দিনের পর দিন অনুশীলন করে ওরা উন্নতি করেছে।”

ওগবেচের মত ভয়ঙ্কর স্ট্রাইকারকে আটকানো নিয়ে ফেরান্ডো বলেছেন, “অবশ্যই ওকে আটকানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। সত্যি বলতে গেলে, ওদের বিরুদ্ধে খেলতে গেলে জায়গা তৈরি করতে হবে, আক্রমণ করতে হবে – ব্যস এটাই।”

জামসেদপুরের বিরুদ্ধে লিগ শিল্ড হারানোর হতাশা নিয়ে ফেরান্ডো বলেছেন, “গত সোমবার আমাদের জন্য খুবই হতাশার ছিল। তবে ফুটবলে এমনটাই হয়। আমাদের মন দিতে হবে এবং অনুশীলনে আরও জোর দিতে হবে যাতে আরও ভালো খেলতে পারি। সবই অতীত, সেটিকে পালটানো যায় না। সেমি ফাইনাল হোক ফাইনাল, দর্শকদের সামনে এএফসি কাপ খেলা – এটাই হওয়া উচিত পরের লক্ষ্য।”

হুগো বৌমোসের চোট নিয়ে ফেরান্ডো বলেছেন, “দলের সাথে অনুশীলন শুরু করেছে হুগো। সুসাইরাজ আর অভিলাষ চোটের মধ্যে রয়েছে। আমরা শেষ মুহুর্ত অবধি অপেক্ষা করব।”

রয় কৃষ্ণা বিগত কয়েক ম্যাচ ধরে ফর্মে নেই, গোল করতে পারছেন না। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন ফেরান্ডো। তিনি বলেছেন, “ওর সাথে সেরকম কথা হয়নি। কঠিন মরশুম হতেই পারে সকলের। চোট, করোনা, কোয়ারেন্টিন – সব মিলিয়ে কঠিন সময় গিয়েছে রয়ের। সবার ক্ষেত্রেই এই কঠিন পরিস্থিতি গিয়েছে।”