মানকাড-ক্যাচিং সহ ক্রিকেটের আইনে এই আট বড় পরিবর্তন আনল এমসিসি

On cricket selection scam radar: sports firm, officials, ex-IPL player |  Sports News,The Indian Express

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের তরফ থেকে ২০২২ সালের নয়া আইন কোড প্রকাশ করেছে, যেখানে ক্রিকেটের আইনে আটটি বড় পরিবর্তন করা হয়েছে। গত সপ্তাহে এমসিসি আইন সাব-কমিটি একটি বৈঠকে বসে এই পরিবর্তনগুলিকে স্বীকৃত করে। এই আইনগুলি আগামী ১ অক্টোবর থেকে সমস্ত ধরণের ক্রিকেটে প্রযোজ্য হবে।

এক নজরে দেখে নিন এই পরিবর্তনীয় নিয়মগুলি –

১. পরিবর্ত খেলোয়াড় –

Berry's unique suggestion for Test cricket | cricket.com.au
Photo – Google

ধারা ১.৩ এর নয়া ক্লজ অনুযায়ী, যে পরিবর্ত খেলোয়াড়রা মাঠে নামবে, তাদের পারফর্মেন্স ও বেতন তেমনভাবেই ধার্য করা হবে, যেন তারা শুরু থেকেই খেলে যাচ্ছে।

২. ক্যাচ ধরার পর ব্যাটারের আগমণ –

Tracking the misses
Photo – Google

ধারা ১৮.১১ এ বড় পরিবর্তন এসেছে। নিয়ম অনুযায়ী, ক্যাচ ধরার সময় যদি দুই ব্যাটসম্যান রান নিয়ে একে অপরকে ক্রস করত, তাহলে পরবর্তী ব্যাটার নন স্ট্রাইকার এন্ডে আসত। কিন্তু এবার তা হবে না। নতুন নিয়ম অনুযায়ী, ক্যাচ ধরার সময় যদি দুই ব্যাটার একে অপরকে ক্রস করেও যায়, তবুও নতুন যে ব্যাটার নামবে, তাকে স্ট্রাইকারস এন্ডেই নামতে হবে। যদিও ওভারের শেষ বলে আউট হলে তখন নন স্ট্রাইকার এন্ডে থাকবে ব্যাটার। এই নিয়মটি পরীক্ষিত হয়েছিল দ্য হান্ড্রেড টুর্নামেন্টে।

৩. ডেড বল

Learn All about Cricket umpire signals and what they actually mean
Photo – Google

ধারা ২০.৪.২.১২ এর পরিবর্তন অনুযায়ী, মাঠে কোনও অ-স্বীকৃত ব্যক্তি, পশুপাখি বা অন্যান্য বস্তু যদি আসে আর তা কোনও দলকে অসুবিধায় ফেলে, তবে সেই মুহুর্তে করা বলটিকে ডেড বল ঘোষণা করা হবে।

৪. বল করার আগেই স্ট্রাইকার এন্ডের ব্যাটারকে রান আউট করা

A Quirk Of Cricket': Williamson Runout Reprieve Highlights Inconsistency In  Playing Regulations
Photo – Google

ধারা ২১.৪ অনুযায়ী, যদি কোনও বোলার বল ডেলিভারি করার আগে স্ট্রাইকে থাকা ব্যাটারকে রান আউট করার চেষ্টা করে, তাহলে সেটিকে ডেড বল ঘোষণা করা হবে। যদিও এই ধরণের পরিস্থিতি তেমন দেখা যায় না। এর আগে এই ঘটনা ঘটলে নো বল ডাকা হত।

৫. ওয়াইড

Cricket Australia vs Sri Lanka, second T20, scores, Super Over, wickets,  video: Marcus Stoinis missed wide, Steve Smith injury
Photo – Google

ধারা ২২.১ এ পরিবর্তন এসেছে, যেখানে এতদিন ওয়াইডের ক্ষেত্রে ব্যাটাররা বিশেষ সুবিধা পেত। আধুনিক যুগের ক্রিকেটে, ব্যাটাররা নানা ধরণের নতুনত্ব শট খেলেন এবং বল করার আগেই নিজেদের জায়গা পরিবর্তন করে নেন। এবার নয়া আইন অনুযায়ী, বোলার বল করার আগে অবধি যেখানে ব্যাটাররা দাঁড়িয়ে থাকবে, সেখানে ওয়াইড ধার্য করা হবে।

৬. স্ট্রাইকে থাকা ব্যাটারের বল খেলার অধিকার

BBL: Bowler Lands Delivery Outside The Pitch, Batsman Still Hits It. Watch  Video | Cricket News
Photo – Google

ধারা ২৫.৮ এ ব্যাটারদের অনুমতি দেওয়া হবে পিচের বাইরে পড়া বলকেও মারার। তবে খেয়াল রাখতে হবে, ব্যাটারের শরীর বা ব্যাটের কিছু অংশ পিচে রাখতে হবে। যদি তা না হয়, তাহলে আম্পায়ার ডেড বল ঘোষণা করবে। তবে ব্যাটারদের জন্য এই সুবিধা রয়েছে, যদি কোনও বল ব্যাটারদের পিচ ছাড়তে বাধ্য করে, তবে তা নো বল ডাকা হবে।

৭. মানকাড

Mankading' no longer 'unfair play' as MCC makes massive changes to laws of  cricket - Sports News
Photo – Google

এতদিন মানকাডিং নিয়ে নানা বিতর্ক হলেও এবার সেই বিতর্কে অবসান ঘটছে। ধারা ৪১ অর্থাৎ নিয়মের বিরুদ্ধে খেলার আওতা থেকে মানকাডিংকে সরিয়ে ধারা ৩৮, অর্থাৎ রান আউটের আওতায় আনা হয়েছে মানকাডিংকে। অর্থাৎ বল করার আগে নন স্ট্রাইকার যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে বোলাররা রান আউট করতে পারে।

৮. লালারস

COVID-19 impact: Use of saliva on ball banned, ICC confirms interim changes  to playing regulations - The Economic Times Video | ET Now
Photo – Google

ধারা ৪১.৩ অনুযায়ী, করোনা অতিমারির জেরে এমসিসি আগেই বলে লালার প্রয়োগে নিষেধাজ্ঞা দিয়েছিল। এখন দেখা গিয়েছে, লালার প্রয়োগ না হওয়াতেও কোনও অসুবিধা হয়নি বোলারদের, বরং একই প্রভাব রয়ে গিয়েছে। ফলে নতুন আইন অনুযায়ী, লালা তো বটেই, কোনও কিছুই মুখ থেকে বলে লাগাতে পারবে না।