হতশ্রী বোলিং করা হার্দিক পান্ডিয়ার পাশেই দাঁড়ালেন মহম্মদ শামি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে যাকে নিয়ে চর্চা লেগেই চলেছে, তিনি হলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার পর থেকে সমালোচনা ও সমর্থকদের তীর্যক মন্তব্যে ব্যতিব্যস্ত হার্দিক। তার উপর ব্যাট ও বল হাতে ছন্দে নেই তিনি।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

এদিকে সামনে টি২০ বিশ্বকাপ, যেখানে হার্দিককে জায়গা পেতে গেলে চলতি আইপিএলে নিয়মিত বোলিং করতে হবে। এমনটাই নির্দেশ ভারত অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকারের। তবে বল হাতে একেবারে হতশ্রী পারফর্মেন্স হার্দিকের। এই পরিস্থিতিতে হার্দিকের পাশে দাঁড়ালেন জাতীয় দলে তার সতীর্থ মহম্মদ শামি।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে শামি বলেছেন, “হার্দিক দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ ওভারে ৪১ রান দিয়েছে, মাত্র একটা উইকেট পেয়েছে। হার্দিক সেই ম্যাচে অনেক রান দিয়েছে। প্রতি ওভারে ও ২০ রানের বেশি দেওয়ায় মুম্বাই চাপে পড়েছে। সেই কারণেই মুম্বাই খুব ভাল ব্যাট করার পরেও রান তাড়া করতে পারেনি। ১০ রানে ওদের হারতে হয়েছে। হার্দিক আর একটু ভাল বল করলে দল হয়তো জিততে পারত।”

এরপর হার্দিককে পরামর্শ দিয়ে শামি বলেছেন, “এবারের আইপিএলে প্রতিটা ম্যাচে অনেক বেশি রান হচ্ছে। বোলারদের অবস্থা খুবই খারাপ। আমি প্রত্যেক বোলারকে বলতে চাই, অন্তত তিন রকম পরিকল্পনা নিয়ে নামতে হবে। প্রথম পরিকল্পনা যদি কাজে না দেয়, তাহলে দ্বিতীয় পরিকল্পনায় চলে যেতে হবে। সেটা কাজে না দিলে তৃতীয় পরিকল্পনাকে কাজে লাগাতে হবে। কোনও না কোনও পরিকল্পনা নিশ্চয়ই কাজে দেবে।”

চলতি আইপিএলে মোট ১৯ ওভার বল করেছেন হার্দিক, যেখানে মাত্র চারটি উইকেট নিয়েছেন তিনি। আর ১১.৯৪ ইকোনমি রেটে ২২৭ রান দিয়ে বসেছেন তিনি। অধিনায়কের এমন দুর্দশাজনক পারফর্মেন্সে ভুগছে মুম্বাইও। নয় ম্যাচে মাত্র তিনটিতে জিতে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে তারা।