অস্ট্রেলিয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল, জানালেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের প্রস্তুতি এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

প্রথমেই রোহিত বলেছেন, “দলের মনোভাব বেশ ভালো। আমরা সঠিক প্রস্তুতির সাথে এসেছি এবং আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। শুভমান গিল অসুস্থ, ১০০% ফিট নন তবে উনি এখনও বাদ যান নি।”

আরও পড়ুন-পাকিস্তানের মিডিয়া ও সমর্থকদের দেশে আনতে বড় ভূমিকা পালন করছে বিসিসিআই

বিশ্বকাপে অধিনায়কত্বের বিষয় রোহিত বলেছেন, “বিশ্বকাপে দলের অধিনায়কত্ব অনেক বড় সম্মানের বিষয়। এটি ভাষায় বোঝানো সম্ভব নয়।”

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিষয় ভারতীয় অধিনায়ক বলেছেন, “অতীতে কী হয়েছে তা এখন গুরুত্বপূর্ণ নয়। বিশ্বকাপে অস্ট্রেলিয়া কত বড় দল তা সবাই জানেন। আমরা আমাদের শক্তির উপর নজর দিচ্ছি। আমরা কীভাবে ব্যাট করব বা বল করব, প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটি সত্য যে অস্ট্রেলিয়া এখানে বহু ক্রিকেট ম্যাচ খেলেছে। তাঁরা যত বেশি সম্ভব ম্যাচ ভারতে খেলেছে। এখন প্রত্যেকটি দলই প্রতিটি জায়গায় অসংখ্য ম্যাচ খেলে তাই প্রত্যেকটি দলই পরিস্থিতি বোঝে।”

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে শ্রেয়স আইয়ারের শিক্ষকের ভূমিকায় রোহিত শর্মা

ভারতের প্রথম একাদশ সম্পর্কে রোহিত বলেছেন, “আমরা আমাদের শ্রেষ্ঠ একাদশ খেলাতে চাই। তবে পরিস্থিতির উপর নির্ভর করে প্রথম একাদশ বাছাই করা হবে। প্রয়োজন অনুযায়ী দলে পরিবর্তন করা হবে। আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো যোগাযোগ রয়েছে। এটি দলগত খেলা।”

আরও পড়ুন- কেমন আছেন শুভমন গিল? কি বলছেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়?

সবশেষে এশিয়ান গেমসে সোনা জয়ের জন্য ভারতীয় পুরুষ এবং মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা।