মোট সাতটি দেশ থেকে আসছে রয় কৃষ্ণার জন্য প্রস্তাব, বার্তা স্ত্রী তথা এজেন্ট নাজিয়া কৃষ্ণার

ISL, Kolkata Derby: Want To Win Against SC East Bengal At Any Cost, Says  ATK Mohun Bagan Striker Roy Krishna

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে-মোহনবাগানের সাথে রয় কৃষ্ণার চুক্তিবৃদ্ধির জোর জল্পনা চললেও এখনও অবধি সরকারি ঘোষণা করেনি তারা। এই পরিস্থিতিতে এই ফিজিয়ান ফরোয়ার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি। কিন্তু শুধু এই দুই ক্লাব নয়, আরও ছয়টি দেশের বিভিন্ন ক্লাব থেকে আসছে রয় কৃষ্ণার জন্য অফার।

আর এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন রয় কৃষ্ণার স্ত্রী তথা তার এজেন্ট নাজিয়া আলি-কৃষ্ণা। ফিজির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাজিয়া জানিয়েছেন, ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, সৌদি আরব, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের তরফ থেকে অফার করা হয়েছে রয় কৃষ্ণাকে।

I woke up to see a big smile on Naziah's face as Liverpool won EPL title – Roy  Krishna

এদিকে নাজিয়া জানিয়েছেন যে করোনা অতিমারির জেরে, এখনও অবধি এটিকে-মোহনবাগানের সাথে কথাবার্তা জারি রাখছেন কৃষ্ণা, অর্থাৎ চুক্তিবৃদ্ধি এখনও হয়নি।

এই নিয়ে নাজিয়া বলেছেন, “আমরা এখনও অবধি কোনও কিছু চুড়ান্ত করিনি। আরও অনেক আগ্রহ আসছে কিন্তু আমরা আমাদের সময় নিচ্ছি প্রস্তাব আসা সেই দেশগুলির উপর করোনার প্রভাব ও পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়ার জন্য।”

“ভারতে ক্রমশ পরিস্থিতির উন্নতি হচ্ছে। বেশিরভাগ লিগের আগামী মরশুমে সেপ্টেম্বরের আগে শুরু হবে না। তাই আমাদের কাছে অনেক সময় থাকবে ভাবনাচিন্তা করে একটি সিদ্ধান্তে আসার। খুবই মুশকিল হয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ কিছু লিগে খেলোয়াড়দের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। আমরা একাধিক এজেন্টের সাথে কথা বলেছি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সব কিছু পর্যালোচনা করে নিই।”

এর জেরে এটিকে-মোহনবাগান সমর্থকদের জন্য নিঃসন্দেহে খুবই দুশ্চিন্তার খবর হতে চলেছে। এটিকে ও এটিকে-মোহনবাগানের হয়ে আইএসএলে অসাধারণ পারফর্ম করেছেন রয় কৃষ্ণা, সবুজ-মেরুণ ব্রিগেডের ভরসা তিনি। আর সেই ভরসা চলে গেলে বিশাল বড় ধাক্কা হবে এটিকে-মোহনবাগানের জন্য।