বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না শুভমন গিল, মাথায় শুধুই আইপিএল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে মিশ্র ফর্মে রয়েছে গতবারের রানার্স গুজরাট টাইটান্স। নতুন অধিনায়ক শুভমন গিল ব্যাট হাতে রান পেলেও ছন্দে নেই গুজরাট। এরই মাঝে ক্রিকেটারদের মাথায় ঘুরছে টি২০ বিশ্বকাপ, যা আইপিএল শেষেই শুরু হবে। তবে এই মুহুর্তে বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ শুভমন।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

এক সাক্ষাৎকারে শুভমন বলেছেন, “ভারতের হয়ে খেলাটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে যদি এখনই বিশ্বকাপ নিয়ে ভাবা শুরু করে দিই, তাহলে আমি গুজরাট টাইটান্স ও নিজের প্রতি অন্যায় করব।”

এরপর শুভমন বলেছেন, “একজন খেলোয়াড় হিসেবে সব সময় আমি চাইব বিশ্বকাপে খেলার এবং টি২০ ক্রিকেটের সব থেকে বড় মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার। গত বছর বিশ্বকাপ খেলার সুবাদে, আমি জানি এর অভিজ্ঞতা কেমন, আর তাই আমি আরও একটি বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু এখনই আমি এত দূর ভাবতে নারাজ।”

শেষে গিল বলেন, “আমি গত মরশুমে ৯০০ এর বেশি রান করেছি, আর আমায় যদি নিতে হয়, আমায় নেওয়া হবে। যদি না নেওয়া হয়, তাহলে যাদের নেওয়া হবে তাদের শুভেচ্ছা জানাব।”