উইম্বলডনে অংশগ্রহণ নিয়ে ভিসা সমস্যায় সুমিত নাগাল! সোশ্যাল মিডিয়ায় হল সুরাহা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১ জুলাই থেকে শুরু হবে ঐতিহ্যশালী উইম্বলডন, আর ভারত থেকে পুরুষদের সিঙ্গলস বিভাগে প্রতিনিধিত্ব করবেন সুমিত নাগাল। সম্প্রতি নিজের কেরিয়ারের সেরা সিঙ্গলস র‍্যাঙ্কিংয়ে উঠেছেন সুমিত, সাম্প্রতিক প্রতিযোগিতাগুলিতে নিজের প্রতিভা দেখিয়েছেন।

কিন্তু উইম্বলডনে সুমিতের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ব্রিটিশ যুক্তরাজ্যের ভিসা পেতে কিছু নথিপত্র নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সুমিতের। সেই নিয়ে ব্রিটিশ আধিকারিকদের সাথে কথা বলেও সুরাহা মেলেনি। চিন্তায় পড়ে গিয়েছেন এই তারকা টেনিস খেলোয়াড়।

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন সুমিত। সেখানে তিনি আবেদন করেন যাতে ভিসার এই সমস্যা মিটে যায়। আর সৌভাগ্যক্রমে, সেই পোস্টটি নজরে আসে ব্রিটেনের ভিসা আধিকারিকদের। তারপরেই সমস্যা মিটে যায় সুমিতের। এরপর সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদও জানান সুমিত।

২৬ বছর বয়সী সুমিত সদ্য মন্টে কার্লো মাস্টার্সে তৃতীয় ভারতীয় হিসেবে মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিলেন। এর আগে ১৯৭৭ সালে বিজয় অমৃতরাজ ও ১৯৮২ সালে রমেশ কৃষ্ণন সুযোগ পেয়েছিলেন এই প্রতিযোগিতার মূলপর্বে খেলার। সেখানে প্রথম রাউন্ডে ৩৮ র‍্যাঙ্কে থাকা ইতালির মাত্তেও আর্নাল্ডকে হারান সুমিত। এরপর ক্লে কোর্টে প্রথম ভারতীয় হিসেবে এটিপি মাস্টার্স ১০০০-এর ম্যাচও জেতেন সুমিত। যার ফলে এটিপি র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা ৮০ নম্বরে ওঠেন নাগাল।