“খেলোয়াড়রা স্বার্থপর হয়”- কোন কারণে এমন মন্তব্য সানিয়া মির্জার?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের বৃহত্তম ক্রীড়া সম্মেলন ট্রেইলব্লেজার্স ২.০ অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়। যেখানে আমন্ত্রিত একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন প্রখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা। অনুষ্ঠান চলাকালীন তিনি বলে ওঠেন খেলোয়াড়রা স্বার্থপর হয়। হঠাৎ কেন এই মন্তব্য? চলুন শুনে নেওয়া যাক।

সানিয়া বলেছেন, “দিনের শেষে খেলোয়াড়রা স্বার্থপর। তারা প্রধানত নিজেদের নিয়ে সচেতন হন। তারা কি করছেন, কি করবেন সেটা নিয়েই তারা অনবরত ব্যস্ত থাকেন। সুতরাং সেটাই আমাদের মনোযোগ দিতে সাহায্য করে।

আরও পড়ুন- বিশ্বের প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন

আন্তর্জাতিক মহিলা দিবসের দিনে মাতৃত্বকেও তুলে ধরেছেন তিনি। নিজেকে না যতটা বেশি ভালোবাসেন তার থেকেও বেশি ভালবাসেন তার নিজের পুত্রকে। এছাড়াও পরবর্তী প্রজন্মের কাছে যাতে তারা অনুপ্রেরণা হন সে কথাও বলেছেন। বিশেষ করে যেসব মহিলারা বা এসব শিশুরা পরবর্তী প্রজন্মে ক্রীড়া জগতে আসতে চান তাদের কথাও বলেছেন তিনি। দিনের শেষে সব কিছুকে ফেলে এগিয়ে যাওয়ার মন্ত্রই বোধহয় বাতলে দিলেন প্রখ্যাত এই টেনিস তারকা।