রোহিতের জন্যেই কি বাদ গেলেন রিঙ্কু সিং? জবাব দিলেন রোহিত শর্মা, অজিত আগরকর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। ইতিমধ্যে বেশকিছু দেশ তাঁদের দল ঘোষণা করে দিয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয় দলও। তবে ভারতীয় দল ঘোষণার পর থেকে ভারতীয় ক্রিকেট মহলে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়। আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেকেআর তথা ভারতীয় টি-টোয়েন্টি দলের তারকা ফিনিশার রিঙ্কু সিং। গত দুইবছর দেশ এবং কেকেআরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রিঙ্কু। পরাজয়ের মুখ থেকে বারংবার ফিরিয়ে এনেছেন নিজের দলকে।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

বৃহস্পতিবার ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে সকলের মনে ঘুরতে থাকা প্রশ্নগুলির উত্তর দেন। কেন কেএল রাহুল বাদ পড়লেন? কেন রিঙ্কু সিং বাদ গেলেন ১৫ সদস্যের দল থেকে? উত্তর দিলেন রোহিত এবং অজিত আগরকর।

অজিত আগরকর রিঙ্কুর বিষয় বলেছেন, “এটি মনে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। গিলের ক্ষেত্রেও একইরকম কঠিন ছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক। আমাদের দলে দুজন অসাধারণ উইকেট কিপার রয়েছেন। আমরা চেয়েছিলাম একজন অতিরিক্ত বোলার নিয়ে যাওয়ার। দিনের শেষে আমরা ১৫জনকেই দলে নিতে পারব।”

এর সাথে তিনি যোগ করেছেন, “আমার মনে হয় এই সিদ্ধান্তে রিঙ্কুর কোনও খামতি নেই। তিনি আমাদের সাথে সাবস্টিটিউট হিসাবে যাবেন। আমি জানি রিঙ্কুর জন্য খুবই কঠিন হতে চলেছে বিষয়টি। আমার মপ্নে হয় দলের ভারসাম্যের জন্যই তিনি বাদ গিয়েছেন, আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলাতে চেয়েছিলাম।”

অজিত আগরকরের কথা ধরেই রোহিত শর্মা বলেছেন, “চারজন স্পিনার নিয়ে যাওয়ার কারণ আমি এখন বলবনা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বলল্ব। আমি ব্যক্তিগতভাবে ৪জন স্পিনার চেয়েছিলাম এবং হার্দিককে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে চেয়েছিলাম। অক্ষর এবং জাদেজা ভালো ব্যাটার এবং চাহাল কুলদীপ আক্রমণাত্মক স্পিনার তাই এই বিষয়টি আমাদের দলের ভারসাম্য ভালো রাখে।”