এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে লা-লিগাকে দুষলেন জাভি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার লা লিগার গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে এফসি বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। আর এই জয়ের ফলে লা লিগা খেতাব ছোঁয়ার আরও কাছাকাছি পৌঁছে গেল লস ব্ল্যাঙ্কোসরা। তবে এই ম্যাচের একটি গোল না দেওয়া নিয়ে চরম বিতর্ক উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ জাভি।

খেলা চলাকালীন বার্সার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের গোল বাতিল করেন রেফারি। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে সেটিকে দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করা হয়। কিন্তু সঠিক ক্যামেরা অ্যাঙ্গল এবং গোল লাইন প্রযুক্তি না থাকার কারণে গোলটি বাতিল করা হয়। বলা বাহুল্য, ইউরোপের বড় লিগগুলির মধ্যে একমাত্র লা লিগায় গোল লাইন প্রযুক্তি নেই।

এই নিয়ে ম্যাচের পর লা লিগা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগরে জাভি বলেছেন, “প্রত্যেকে দেখেছে এটা। চাইলে ওরা আমায় শাস্তি দিতে পারে। ছবিগুলি সামনে রয়েছে। আমি কেবল ম্যাচটি পর্যালোচনা করে বলতে পারি যে আমরা মাদ্রিদের থেকে ভালো খেলেছি। আমরা কিছু জায়গায় খামতি রেখেছি, কিন্তু যে পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে এসবই খেলার অঙ্গ। তবে আমরা জেতার যোগ্য ছিলাম।”

এদিকে বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন বলেছেন, “এটা লজ্জার। হ্যাঁ লজ্জার। আমার মনে আছে আগের দিন আমায় রেফারি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল এবং আমি বলেছিলাম যে উনি যেন দূরে থাকেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। তবে, এর কোনওটাই হয়নি। লজ্জা। যদি আমাদের বিশ্বের সেরা লিগ হতে হয়, তাহলে আমাদের আরও ভালো প্রযুক্তি আনতে হবে।”