রাতারাতি লক্ষ্মীলাভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর! মুহুর্তেই পেলেন ৮৬ কোটি টাকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে প্রচুর অর্থ উপার্জন করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফলে আর্থিকভাবে অত্যন্ত স্বচ্ছল তিনি। কিন্তু রাতারাতি রোনাল্ডোর ঘরে চলে এল ৮৬ কোটি টাকা! কীভাবে?

এর আগে ইতালির ক্লাব জুভেন্টাসে খেলতেন রোনাল্ডো, সেখানে ২০২০-২১ মরশুমের পুরো বেতন পাননি রোনাল্ডো। যার ফলে আদালতে মামলা করেছিলেন রোনাল্ডো। সেই বকেয়া বেতন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৬ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

যদিও রোনাল্ডো বকেয়া বেতন বাবদ ভারতীয় মুদ্রায় ১৭৪ কোটি টাকা পাওয়ার দাবি করেছিলেন, কিন্তু শুনানি শেষে বিচারক জানান, রোনাল্ডোর চুক্তি অনুযায়ী আয়কর কেটে যে টাকা রোনাল্ডোকে দেওয়ার কথা ছিল, তা দেয়নি জুভেন্টাস। তবে তার অর্ধেক, অর্থাৎ ৮৬ কোটি টাকা মেটাতে হবে ক্লাবকে।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে এসেছিলেন রোনাল্ডো। সেখানে তিন মরশুম কাটিয়ে ২০২২ সালে সৌদি আরবের আল নাসের ক্লাবে সই করেন রোনাল্ডো।