৫৮ বছর বয়সে আবারও পেশাদারি ফুটবলে ফিরছেন রোমারিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক সময়ে ব্রাজিলের হয়ে দাপুটে ফুটবল খেলা প্রাক্তন ফরোয়ার্ড রোমারিও আবারও নামছেন মাঠে। তবে কোনও প্রীতি ম্যাচে নয়, বরং একেবারে পেশাদারি ফুটবলে ফিরছেন ৫৮ বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার। ১৫ বছর পর আবারও পেশাদারি ফুটবলে ফিরছেন রোমারিও।

বর্তমানে ব্রাজিলের রিও ডিই জেনেরিওর দল আমেরিকা ফুটবল ক্লাবের সভাপতি রোমারিও। এবার সেই ক্লাবের হয়ে ফুটবলে ফিরছেন রোমারিও। কিন্তু এত বেশি বয়সে কেন ফুটবলে ফিরছেন? আসলে নিজের ছেলের সাথে এক দলে খেলার স্বপ্ন পূরণ করতে চান ব্রাজিলের এই দাপুটে ফরোয়ার্ড।

রোমারিওর ছেলে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড রোমারিনিও গত মাসে সই করেছেন বাবার ক্লাব আমেরিকায়। এবার ছেলের সাথে রিও ডি জেনেরিওর রাজ্য ফুটবল লিগের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি আ২ প্রতিযোগিতায় কিছু ম্যাচ খেলবেন রোমারিও।

নিজের ইনস্টাগ্রামে মাঠে ফেরার এই ঘোষণা করেছেন রোমারিও। তিনি লিখেছেন, “আমার মাঠে ফেরায় চোখ রাখুন। পুরো চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করা আমার লক্ষ্য না। পছন্দের দল মেকাওয়ের (আমেরিকা ক্লাবের তকমা) হয়ে কিছু ম্যাচ খেলতে চাই। এর পাশাপাশি নিজের আরেকটি স্বপ্নও পূরণ করতে চাই: ছেলের সঙ্গে খেলতে চাই।”

এর আগে ২০০৮ সালে পেশাদারি ফুটবল থেকে অবসর নিলেও, প্রয়াত বাবার ইচ্ছাপূরণে অবসর ভেঙে আমেরিকা ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন রোমারিও। এবার সভাপতি হয়ে ফের মাঠে নামবেন তিনি। তবে বেতন নিয়ে খেলবেন রোমারিও, যদিও সেই অঙ্ক যৎসামান্য।