বল পাল্টে ফেলা হোক! বড়সড় দাবি করে বসলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে দেখা যাচ্ছে, ২০০ এর বেশি রান তো জলভাত হয়ে গিয়েছে! এমনকি, ২৫০ এর বেশি রানও তুলে ফেলছে দলগুলি। এর ফলে টি২০ ফর্ম্যাটে যেভাবে ব্যাট ও বলের মধ্যেকার ভারসাম্যে ঘাটতি এসেছে, সেই নিয়ে আশঙ্কার আবহ সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে এবার একটি উল্লেখযোগ্য পরামর্শ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। তিনি মনে করছেন, বল প্রস্তুতকারকদের বদলে দেওয়া উচিৎ। বর্তমানে কোকাবুরা বল দিয়ে খেলা হয় আইপিএল।

এই নিয়ে এক পডকাস্টে গম্ভীর বলেছেন, “যদি কোনও প্রস্তুতকারক এমন বল না তৈরি করতে পারে, যা ৫০ ওভারও না টিকে থাকতে পারে, তাহলে প্রস্তুতকারকদের পাল্টে দেওয়া উচিৎ। শুধু কোকাবুরা দিয়ে খেলার প্রতি এত জোর দেওয়া হয় কেন?”

এদিকে নিজের এক্স হ্যান্ডেলে প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে উপদেশ দিয়েছেন ডিউক সংস্থার বল ব্যবহারের।

এই নিয়ে ভোগলে লিখেছেন, “আমাদের ব্যাট ও বলের মধ্যে আরও ভালোরকমের ভারসাম্য আনতে হবে আর এমন এক পরিস্থিতিতে যেখানে পিচ সাহায্য করছে না, সেখানে হাওয়ায় বলকে কাজ করাতে হবে। কেমন হয় যদি ডিউক বল আনা হয়, যাতে অনেক ভালো সিম রয়েছে, যা ল্যাটেরাল মুভমেন্ট আনতে পারে এবং খেয়াল রাখে যাতে ব্যাটাররা শুধু লাইন ধরে না মারতে পারে। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানতে চাই।”