বিরাটের স্ট্রাইক রেট নিয়ে এবার মুখ খুললেন গৌতম গম্ভীর

Photo- KKR Media

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। অন্যদিকে ২০২৪ আইপিএল এরও অর্ধেক খেলা হয়ে গেছে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপে ভারতীয় দলে কারা সুযোগ পাবেন তা নিয়ে চলছে চর্চা। বিশেষত বিরাট কোহলি ব্যাটে রান পেলেও তাঁর স্ট্রাইকরেট কম থাকার কারণে অনেকেই মনে করছেন বিশ্বকাপে তার খেলা উচিত নয়৷ এই বিষয়েই এবার নিজের মতামত জানালেন গৌতম গম্ভীর।

সম্প্রতি স্পোর্টসক্রীড়া ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বিরাট কোহলির সাম্প্রতিক স্ট্রাইকরেট নিয়ে বলেছেন, “সব কিছু নির্ভর করছে আপনার দল জিতছে না হারছে। আপনার দল যদি ম্যাচটি যেতে তাহলে স্ট্রাইক রেট কোনও ব্যাপার নয়। কিন্তু দল হারলে তখন অনেক কিছুই তুলে ধরা হয় ম্যাচ হারার কারণ হিসাবে। প্রত্যেক ক্রিকেটারের খেলার ধরণ আলাদা হয়। গ্লেন ম্যাক্সওয়েল যা করতে পারেন তা বিরাট কোহলি পারবেন না, আবার বিরাট কোহলি যা করতে পারবেন তা ম্যাক্সওয়েল পারবেন না। “

গম্ভীর আরও জানিয়েছেন, “আপনি যদি দলের ১ থেকে ৮ নম্বর ব্যাটার একই ধরনের ক্রিকেটার রাখেন তাহলে আপনার দল ৩০০ রানও করতে পারে আবার ২০ রানে অলআউটও হতে পারে। একটি ভালো দলের মানে হল আপনার দলে সব ধরনের ক্রিকেটার থাকবেন। কারণ দলের জয়টাই আসল। যদি ১০০ স্ট্রাইকরেটে দল ম্যাচ জেতে তাহলে সেই ১০০ স্ট্রাইকরেটই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করেও দল ম্যাচ হারে তাহলে কেউ কথা বলবেনা। এটাই সত্যি।”

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

এর সাথে তিনি যোগ করেছেন, “স্ট্রাইক রেট অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার দল যদি ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বসে তখন আপনি এটা চাইতে পারেন না যে আপনার ব্যাটসম্যান ১৭০ স্ট্রাইকরেটে ব্যাট করবেন। কিন্তু ৬ ওভারে দল যদি কোনও উইকেট না হারিয়ে ৮০ রান করে তাহলে স্ট্রাইক রেট অবশই বাড়াতে হবে। তাই অনেকেই পরিস্থিতি না বুঝেই সমালোচনা করেন।”