আইএসএল সেমি ফাইনালে যুবভারতী ভরাতে বিশেষ পরিকল্পনা মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সবুজ-মেরুণ ব্রিগেডের লক্ষ্য আইএসএল ট্রফি জয়, সেটি হাসিল করতে সেমি ফাইনালে জয় পেতে হবে হাবাস ও তার ছেলেদের। আর তার জন্য মুম্বাই ম্যাচের মত যুবভারতী ভরাতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

যা খবর, ২৮ এপ্রিল সেমি ফাইনালের দ্বিতীয় লেগের জন্য প্রায় ৬২ হাজার টিকিট ছেড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। মুম্বাই ম্যাচের মত এই ম্যাচের টিকিটও শুরু ৫০-১০০ টাকা থেকে। বৃহস্পতিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যা খবর, ইতিমধ্যেই ৭-৮ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে অনলাইনে।

এদিকে আগামী ২৩ এপ্রিল থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু করা হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেট থেকে দেওয়া হবে অফলাইন টিকিট। এমনকি, অনলাইন টিকিটের রিডিমও করা যাবে ৪ নম্বর গেট থেকে।