আইপিএলের এই নিয়ম খেলোয়াড়দের ক্ষতি করবে! বড় দাবি রোহিত শর্মার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কয়েক বছর ধরে আইপিএলে একাধিক নতুন নিয়ম এসেছে সামনে। কিন্তু যে নিয়ম নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে, সেটি হল ইমপ্যাক্ট প্লেয়ার। ইমপ্যাক্ট প্লেয়ারের মাধ্যমে ম্যাচের যে কোনও সময়ে প্রথম একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তে রিজার্ভ বেঞ্চের কোনও খেলোয়াড়কে নামানো যায়।

যার ফলে বোলিংয়ের সময়ে একজন ব্যাটারের পরিবর্তে একজন বোলার কিংবা ব্যাটিংয়ের সময়ে একজন বোলারের পরিবর্তে একজন ব্যাটারকে খেলাতে পারে দলগুলি। কিন্তু এর জেরে অলরাউন্ডারের প্রভাব নষ্ট হচ্ছে, এমনটাই মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

অ্যাডাম গিলক্রিস্টের সাথে একটি পডকাস্টে রোহিত বলেছেন, “আমার সত্যিই মনে হয় যে এই নিয়ম ক্ষতি করছে। শেষ অবধি, ক্রিকেট ১১ জনে খেলা হচ্ছে, ১২ জনে নয়। আমি ইমপ্যাক্ট প্লেয়ারের বড় ভক্ত নই। আপনি স্রেফ বিনোদনের জন্য এই খেলা থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছেন।”

এরপর উদাহরণ দিয়ে রোহিত বলেছেন, “ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবের মত ছেলেরা বল করতে পারছে না। আমাদের জন্য, এটা একেবারেই ভালো বিষয় নয়। আমি জানি না এটা নিয়ে কী করা উচিৎ, কিন্তু আমি এটির একেবারেই ভক্ত নই।”

শেষে রোহিত বলেছেন, “১২ জন খেলোয়াড় খেললে নিঃসন্দেহে সেটি উপভোগ্য, সে যেই ইমপ্যাক্ট প্লেয়ার হোক না কেন। খেলা কেমন যাচ্ছে, পিচ কেমন খেলছে, সেই বুঝে আপনি খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন। আপনি যদি ভালো ব্যাট করেন, উইকেট না হারান, আপনি অতিরিক্ত বোলার খেলাতে পারবেন। আপনার কাছে ৬-৭ জন বোলার থাকবে আর আপনি অতিরিক্ত ব্যাটার খেলানোর প্রয়োজন বোধ করলেন না যদি শুরুতে ভালো ব্যাট করেন। আপনি খুব কম দেখবেন ৭ বা ৮ নম্বরে কেউ ব্যাট করতে নামছেন।”