২০২৪ অলিম্পিকের আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা লং জাম্পার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ অলিম্পিক শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রতিটি দেশের অ্যাথলিটরা জোরকদমে সারছেন প্রস্তুতি। এবং প্রস্তুতির সময়েই ভারতীয় লং জাম্পার শ্রীশঙ্কর মুরালির সাথে ঘটে যায় অঘটন। অনুশীলনে হাঁটুতে চোট পান তিনি। এর ফলে স্বপ্নভঙ্গ হল তাঁর।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শ্রীশঙ্কর লিখেছেন, “আমি সারাজীবন যেকোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টা করি। কিন্তু দুঃখজনক বিষয়, এটি আমার কাছে দুঃস্বপ্নের মতো, কিন্তু এটাই সত্যি, আমার প্যারিস অলিম্পিক খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে।”

প্রসঙ্গত শ্রীশঙ্কর ভারতের একমাত্র জাম্পার যিনি সরাসরি পুরুষ লং জাম্পের যোগ্যতা অর্জন করেছিলেন। শ্রীশঙ্করের অনুশীলনে চোট পাওয়ার কারণে তাঁকে অস্ত্রোপচার করতে হবে।

২০২৩ এশিয়ান গেমসে সিলভার পদক জয়ী শ্রীশঙ্করের অলিম্পিক থেকে ছিটকে যাওয়া অবশ্যই বড় ধাক্কা ভারতের জন্য।