কামব্যাক কাকে বলে, দেখিয়ে দিলেন রাফায়েল নাদাল! থ্রিলার ফাইনালে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন

Australian Open 2022 Highlights, Rafael Nadal vs Daniil Medvedev: Rafael  Nadal Beats Daniil Medvedev To Win Record 21st Major | Tennis News
Photo – Google

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এভাবেও ফিরে আসা যায়? এমনটাও কি সম্ভব? নাদাল বলেই হয়ত সম্ভব। হারের কিনারা থেকে ফিরে এসে শেষ অবধি জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন খেতাব। রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে পাঁচ সেটের দুর্ধর্ষ লড়াইয়ে দাঁতে দাঁত চেপে লড়ে জিতলেন ৩৫ বছরের নাদাল।

প্রথম দুটি সেটে মেদভেদেভ যেন অনবদ্য খেলছিলেন। বেশ কয়েকবার নাদালের সার্ভিস ব্রেক করেন। দ্বিতীয় সেটে নাদাল কামব্যাক করার চেষ্টা করলেও শেষ অবধি টাইব্রেকারে সেট জিতে নেন মেদভেদেভ।

কিন্তু তারপর তৃতীয় সেট থেকে জ্বলে ওঠেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। অষ্টম গেম অবধি দুই প্রতিদ্বন্দ্বীই বেশ সাবধানী ছিলেন। কিন্তু নাদাল সেটটি শেষ অবধি জিতে নেন। এরপর চতুর্থ সেটের তৃতীয় গেমে মেদভেদেভের সার্ভিস ব্রেক করেন, যদিও মেদভেদেভ লড়ার চেষ্টা করেন, কিন্তু শেষ অবধি সেট জিতে নেন রাফা। আর পঞ্চম সেটে দুর্দান্ত লড়াই চালিয়ে যান দুজনেই। কিন্তু শেষের দিকে নাদাল যেন উড়িয়ে দেন মেদভেদেভকে।

শেষ অবধি ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ ফলে জয়লাভ করেন নাদাল। আর এর জেরে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়লেন রাফায়েল নাদাল।