ডার্বির হিরো কিয়ানের পায়েখড়ি হওয়া সিসিএফসির প্রতিটা ঘাস আজ যেন গর্বিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিয়ান নাসিরি, এই নামটা আজ ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ফুটবলের সর্বত্র। হবেই না বা কেন, ভারতীয় ফুটবলের সব থেকে বড় মঞ্চের সব থেকে বড় ম্যাচে হ্যাটট্রিক করলেন ২১ বছরের এই তরুণ। কিয়ানের তিন গোলের জেরেই এসসি ইস্টবেঙ্গলকে কলকাতা ডার্বিতে হারাল এটিকে মোহনবাগান।

আর এর সাথেই উল্লেখযোগ্য হল, এই কিয়ান নাসিরি হলেন কিংবদন্তী ফুটবলার জামশিদ নাসিরির পুত্র। ফলে বাবার মতই ছেলে হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই কিয়ানের পায়েখড়ি কোথায় হয়েছিল জানেন? চলুন জেনে নিই।

কলকাতার বালিগঞ্জের অভিজাত ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে বাবা জামশিদ নাসিরির সাথে নিজের ফুটবল প্রশিক্ষণের শুরুটা করেছিল ছোট্ট কিয়ান। এমনকি, বহু বছর আগে স্কুলভিত্তিক টুর্নামেন্ট কেভেন্টার কাপে কিয়ানের ফুটবলের ঝলক দেখা গিয়েছিল। সেই ছোট্ট কিয়ান আজ কত বড় হয়ে গেল।

সেই কেভেন্টার কাপের অন্যতম আয়োজক দেবাশিস সেনকে ধরেছিল এক্সট্রা টাইম বাংলা। দেবাশিস বাবু অনেক দিন আগেই বুঝেছিলেন, কিছু একটা করবেই তাদের কিয়ান।

এছাড়া ছোট থেকেই কিয়ানকে দেখছেন সিসিএফসির বহুদিনের কর্মী গোপাল বাউরি। আজ সেই কিয়ান সবার মনের মধ্যে রয়েছেন। কি বলছেন দেবাশিস বাবু ও গোপাল বাবু, চলুন জেনে নিই।

দেখুন ভিডিও –