চলতি আইপিএলে ঘটে চলা এই বিষয়টি নিয়ে একেবারেই খুশি নন সৌরভ গাঙ্গুলি 

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে, তা হল যে হারে রান উঠছে বেশিরভাগ ম্যাচে। ২০০ এর বেশি রান যেন এবারের আইপিএলে সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে, তবে যেটা আশ্চর্যের, সেটি হল ২৫০ এর বেশি রানও একাধিকবার উঠছে, সেটিও এক ইনিংসে। যার ফলে ব্যাটার ও বোলারদের মধ্যেকার ভারসাম্য ক্রমশই অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞরা।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

এবার এই নিয়ে নিজের চিন্তা প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে সৌরভ আশঙ্কা প্রকাশ করেছেন, ব্যাট ও বলের মধ্যে সঠিক ও ন্যায্য লড়াইটা দেখা যাচ্ছে না।

এই নিয়ে সৌরভ বলেছেন, “বোলারদের জন্য এখনকার দিনে একেবারেই সহজ নয়। ওদের সব জায়গায় মারা হচ্ছে এবং এই একটি জায়গাতেই ভবিষ্যতে আমাদের দেখা উচিত।”

এর আগে কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কারও এই বিষয়টি নিয়ে নিজের আশঙ্কা তুলে ধরেছিলেন, এবং পরামর্শ দিয়েছিলেন যাতে বাউন্ডারির দৈর্ঘ্য আরও বাড়ানো হয়।