পাঞ্জাবের কাছে হেরে নতুন করে ড্রয়িং বোর্ড সাজাতে চান কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লজ্জার হার হজম করল কলকাতা নাইট রাইডার্স। ২৬১ রানের পাহাড়প্রমাণ স্কোর বোর্ডে তুলেও সেটিকে রক্ষা করতে ব্যর্থ হল নাইট বোলাররা। যার ফলে হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

ম্যাচের পর শ্রেয়াস বলেছেন, “আমি যে কোনও দিন আমাদের এই রানটা হাসিমুখে মেনে নেব। যেভাবে ব্যাটাররা খেলেছে, দেখতে দারুণ লাগছিল। সুনীল নারাইন যেভাবে এল, সল্ট যেভাবে ব্যাট করল, দুজনেই দুর্দান্ত খেলেছে এবং দেখতে দারুণ লাগছিল।”

এরপর শ্রেয়াস বলেছেন, “দুটো দলই খুব ভালো খেলেছে। এটা এমন একটা ম্যাচ যার পর আপনাকে ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হবে এবং দেখতে হবে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, যেখানে আপনি ২৬০ রান ডিফেন্ড করতে পারছেন না।”

শেষে কলকাতার অধিনায়ক বলেছেন, “আমাদের এই পরিস্থিতিকে গুছিয়ে নিতে হবে এবং আরও ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। দারুণ লাগছিল নারাইনকে দেখতে, যেভাবে ও নেমে বল মারতে শুরু করল, আশা করি এমন পারফর্মেন্স ও বজায় রাখবে।”

প্রথমে ব্যাট করে ফিল সল্ট ও সুনীল নারাইনের ঝোড়ো অর্ধশতরানের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ২৬১/৬ স্কোর তোলে। জবাবে জনি বেয়ারস্টোর অনবদ্য শতরান এবং প্রভসিমরণ সিং ও শশাঙ্ক সিংয়ের দুরন্ত অর্ধশতরানে ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে লক্ষ্য অর্জন করে পাঞ্জাব কিংস।