১০৩ বছর বয়সেও ধোনির খেলায় মজেছেন এই সমর্থক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি, এই তারকা উইকেটকিপার ব্যাটার যখনই মাঠে নামেন, পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকদের উন্মাদনা ওঠে চরমে। শুধু স্টেডিয়াম কেন, মাঠের বাইরে টিভিতে কিংবা মোবাইলে অপেক্ষায় থাকেন ভক্তরা, কখন ধোনি ব্যাটে নামবেন?

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

এভাবেই ধোনির খেলায় মজেছেন ১০৩ বছর বয়সী এক সমর্থক, যার নাম রামদাস। আইপিএলের প্রতিটা ম্যাচ দেখেন রামদাস। তবে ধোনির জন্য চেন্নাই সুপার কিংসের ভক্ত হয়ে উঠেছেন তিনি। ধোনির প্রতি নিজের ভালোবাসা নিয়ে রামদাস বলেছেন, “যখনই ধোনির সময় হবে, আমায় ফোন করলে আমি তাঁর সামনে চলে আসব।”

এরপর রামদাস বলেছেন, “স্কুলে পড়ার সময়ে আমি বোলিং করতাম। ক্রিকেটকে ভালোবাসলেও খেলতে ভয় করত। এখন টিভিতেই খেলা দেখি। ২০ ওভারের ক্রিকেট আমার সব থেকে পছন্দের।”

চলতি বছরে ১০৪-এ পা দেওয়া রামদাসের ছেলে বাবার এই ক্রিকেট পাগলামো নিয়ে বলেছেন, “আমার বাবা আইপিএলের পুরো খেলা দেখেন। কিন্তু চেন্নাই সুপার কিংসের ম্যাচ এলে সেটা একটু বেশিই আগ্রহ নিয়ে দেখেন। ওনাকে দেখলেই তা বুঝতে পারবেন। কোন খেলা কেমন হবে সেটাও আগে থেকে জানিয়ে দেন তিনি।”