সত্যিই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসছেন আল নাসেরে? জল্পনা বাড়ালেন ক্লাবের ডিরেক্টর

Photo – Google

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একাধিক রিপোর্ট অনুযায়ী যা খবর, তাতে সৌদি আরবের ক্লাব আল নাসেরই হতে পারে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন ঘর। কিন্তু সত্যিই কি ইউরোপীয় ফুটবল ছেড়ে এশিয়াতে খেলবেন ৩৭ বছরের এই সুপারস্টার?

এই নিয়ে এবার জল্পনা বাড়িয়ে দিলেন খোদ আল নাসেরের ডিরেক্টর মার্সেলো সালাজার। তিনি অপেক্ষা করার বার্তা দিয়েছেন এবং জানিয়েছেন, সঠিক সময়ে ভবিষ্যতের কথা সামনে আসবে।

রোনাল্ডোর আগমণের খবর নিয়ে এক সাক্ষাৎকারে সালাজার বলেছেন, “আমার অধিকার নেই এই বিষয়ে কিছু বলার। অপেক্ষা করতে হবে বছরের শেষ অবধি পরিস্থিতি কি দাঁড়ায়। যেমনটা দেখতে পারছেন, এটি একটি বড় ব্যক্তিত্বের সাথে আলোচনা, শুধু ক্লাবের জন্য নয়, দেশ ও বিশ্ব ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ।”

“আমি কেবল বলতে পারি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। উনি আমার কাছে ক্রীড়াবিদের অন্যতম উদাহরণ, যিনি জেতার প্রবল ইচ্ছাশক্তি দেখান। আর তারপর, একজন পর্তুগিজ বাসিন্দা হওয়াতে, আমি সব সময় ওনার জন্য গলা ফাটিয়েছি। কিন্তু যখন সময় ঠিক থাকবে, তখনই ভবিষ্যতের কথা সামনে আসবে।”

যদিও, ফিফা বিশ্বকাপ চলাকালীন আল নাসেরে সই করার বিষয়ে খবর উড়িয়ে দেন খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই মুহুর্তে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন এই সুপারস্টার ফুটবলার।