তরুণ ব্রাজিলিয়ান গোলমেশিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা আর্জেন্টিনার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি ইউরোপিয়ান ফুটবল মহলে সাড়া ফেলে দিয়েছে ব্রাজিলের এক খুদে স্ট্রাইকার ফেলিপে রদ্রিগেজ-জেন্তিলে। ১৬ বছর বয়সী এই ফুটবলারকে অনেকে ‘ফেলিপিনিও’ নামে ডাকেন। ইংলিশ বয়সভিত্তিক ফুটবলে ফেলিপিনিও প্রিস্টন নর্থ এন্ড দলের হয়ে মাঠে রীতিমত আগুন ঝড়াচ্ছে।

তাঁকে পেতে ইতিমধ্যে ঝাঁপিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের বড় বড় দলগুলি। ৩ বছর আগে ইংল্যান্ডে এসেছেন ফিলিপে। কম সময়ের মধ্যেই নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন ইউরোপীয়ান ফুটবল মহলের সামনে।

সম্প্রতি ৯ ডিসেম্বর প্রিস্টন ইউনাইটেডের হয়ে ফেলিপিনিও রদারহ্যামের বিরুদ্ধে একাই করেছেন ৫ গোল। শেষ ১০ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৮। তাঁর এই গোল করার ক্ষমতা দেখে শুধুমাত্র যে ফুটবল ক্লাব গুলি তাঁকে নিতে আগ্রহ দেখিয়েছে তাই নয়। ফেলিপিনিওকে নিয়ে এবার টানাপোড়েন শুরু হয়েছে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে।

ফেলিপিনিও ২০০৬ সালের ৪ অক্টোবর ব্রাজিলে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর বাবা এবং মা উভয়ই আর্জেন্টাইন। এর ফলে ফেলিপিনিওর কাছে ইতিমধ্যে রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার নাগরিকত্ব। এছাড়াও জানা গেছে তাঁর কাছে স্প্যানিশ নাগরিকত্বও রয়েছে।

ভবিষ্যতে ফেলিপিনিও যদি ইংলিশ লিগের কোনো বড় দলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে জাতীয় দলের হয়ে খেলার সুযোগও এসে যাবে তাঁর কাছে। তখন তিনি ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে বেছে নেবেন নাকি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাদের বেছে নেবেন?

এই বিষয় আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে যে, ফেলিপিনিও ব্রাজিলের বদলে লিও মেসির আর্জেন্টিনাকেই বেছে নিতে পারেন ভবিষ্যতে। এর কারণ হিসাবে সংবাদ সংস্থাটি জানিয়েছে, সুদানানালিটিক্সের ফিলিপিনিওকে নিয়ে করা একটি পোস্ট ফিলিপিনিও নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে তার সাথে দুটি আর্জেন্টিনা পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন। আর এতেই সব জল্পনার শুরু।