ক্যান্ডিডেটস জয়ী গুকেশকে স্বাগত জানাতে ভোররাতে হাজির অসংখ্য স্কুলপড়ুয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়ার যাবতীয় হেডলাইন কেড়ে নিয়েছেন ডি গুকেশ। কানাডায় আয়োজিত ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় জিতে সর্বকনিষ্ট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়ার যোগ্যতা অর্জন করেছেন তামিলনাড়ুর এই দাবাড়ু।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

ক্রিকেট-ফুটবলের বাইরে ক্রীড়াবিদদের স্বাগত জানানোর উদাহরণ খুব কম। কিন্তু গুকেশের ক্ষেত্রে, তা ব্যতিক্রম। বৃহস্পতিবার ভোররাত ৩টেয় যখন চেন্নাইয়ে ফেরেন গুকেশ, সেই সময়ে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল প্রায় ৮০ জন স্কুলপড়ুয়া। চোখে ঘুমের ছাপ স্পষ্ট, তবুও গুকেশকে স্বাগত জানাতে এসেছিলেন বিমানবন্দরে।

অসংখ্য সংবাদমাধ্যমের ক্যামেরা ও পড়ুয়াদের ভিড়ের মাঝে ছিলেন গুকেশের মা-বাবা। পাঁচ মিটার দুরত্ব পার করতেই গুকেশের লেগে গেল প্রায় পাঁচ মিনিট। সেখানে সর্বভারতীয় দাবা ফেডারেশন ও স্পোর্টস ডেভেলপমেন্ট অথোরিটি অফ তামিলনাড়ুর আধিকারিকরা তাকে স্বাগত জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৭ বছর বয়সী গুকেশ বলেছেন, “এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। পুরো প্রতিযোগিতা জুড়ে আমি ভালো ছন্দে ছিলাম। যদিও সপ্তম রাউন্ডে হারটা ধাক্কা দিয়েছে, তবে সেখান থেকে বেরিয়ে আমি নিজেকে ঠান্ডা করি। শুরু থেকে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি ক্যান্ডিডেটস জিতব এবং ভাগ্য সাথে থেকে সেটাই হয়েছে।”