দুরন্ত ব্যাটিং পন্থের! গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় দিল্লির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে জয় পেল দিল্লি ক্যাপিটালস। থ্রিলার ম্যাচে শেষ পর্যন্ত ঋষভ পন্থরা জয় পেলেন ৪ রানে। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাট। এদিন দিল্লির হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী শ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও দুই ওপেনারই বড় রান করতে ব্যর্থ হন।

এরপরই অক্ষরের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন পন্থ। ৬৮ বলে ১১৩ রান করে এই জুটি। অক্ষর ৪৩ বলে ৬৬ রান করে ফেরেন। এছাড়াও পন্থ ৪৩ বলে ৮৮ রান করেছেন। আটটি ছয় মেরেছেন তিনি। এরপর ত্রিস্তান স্টাবস ৭ বলে ২৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান করে দিল্লি।

This image has an empty alt attribute; its file name is RTNSLOGO-2-01-1-1024x576.jpg

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাত। মাত্র ৬ রান করে আউট হন গুজরাতের অধিনায়ক শুভমন গিল। ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন কিছুটা লড়াই দেন। ঋদ্ধি ২৫ বলে ৩৯ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন। অন্যদিকে পরিবর্ত হিসেবে নামা সাই সুদর্শনম ৩৯ বলে ৬৫ রান করলেন। ডেভিড মিলার ২৩ বলে ৫৬ রান করে মুকেশ কুমারের বলে আউট হন। ছয়টি চার এবং তিনটি ছয় মারেন মিলার।

রশিদ খান এবং সাই কিশোর শেষের দিকে ম্যাচ ঘুরিয়ে দেন। ৬ বলে ১৩ রান করলেন কিশোর। শেষ ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। শেষ ওভারে গুজরাতের দরকার ছিল ১৯ রান। কিন্তু ১৫ রান দিয়ে গুজরাতকে আটকে দিলেন মুকেশ কুমার। শেষ পর্যন্ত ৪ রানে জিতল দিল্লি।