কলিঙ্গে জয়রথ থামল মোহনবাগানের, অ্যাডভান্টেজ নিয়ে রাখল ওড়িশা

ওড়িশা এফসি – ২ (কার্লোস ডেলগাডো, রয় কৃষ্ণা)

মোহনবাগান সুপার জায়ান্ট – ১ (মনবীর সিং)

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরেই ধাক্কা খেল মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে চলতি আইএসএলে অপরাজিত ওড়িশা এফসির বিরুদ্ধে লড়াইটা কঠিন ছিল সবুজ-মেরুণ ব্রিগেডের জন্য, বিশেষ করে ম্যাচটা ছিল সেমি ফাইনালের প্রথম লেগ। দুই দলই জিতে অ্যাডভান্টেজ নেওয়ার প্রত্যাশায় ছিল। কিন্তু হাবাসের অপ্রতিরোধ্য মোহনবাগানকে হারাল লোবেরার দুরন্ত ওড়িশা।

ম্যাচের আগে শিল্ড চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় ওড়িশা। আর শুরুতেই চমকে দেয় মোহনবাগান। তিন মিনিটে দিমিত্রি পেত্রাতোসের কর্নার থেকে ফ্রি হেডারে গোল করেন মনবীর সিং। কিন্তু গোল খেয়েই ঘুরে দাঁড়ায় ওড়িশা। একের পর এক কর্নারে মোহনবাগান ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে অবশেষে পঞ্চম কর্নারে কার্লোস ডেলগাডো গোল করে সমতায় ফেরান দলকে।

এরপর সমতায় ফিরে দুই দলই আক্রমণের রাস্তায় হাঁটে। যদিও ১৪ মিনিটে রয় কৃষ্ণা পেনাল্টি আদায় করেন, কিন্তু লাইন্সম্যান সঠিক অফসাইড কল করে পেনাল্টি খারিজ করান। যদিও রয় গোল করার প্রত্যয়ে নেমেছিলেন, আর তাইই করলেন। ৩৯ মিনিটে ওড়িশা ডিফেন্ডারদের ভাসানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন হেক্টর ইয়ুস্তে, আর সেটিকে তাড়া করে রয় হেক্টরকে ধাক্কা দিয়ে সরিয়ে বিশাল কাইথের দুই পায়ের মাঝখান দিয়ে সুন্দর ফিনিশ করে ওড়িশাকে এগিয়ে দেন।

এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে মোহনবাগান। ৫৯ মিনিটে দিমিত্রির ফ্রিকিক বাঁচান অমরিন্দর সিং, কিন্তু ফিরতি বল পায়ে পেয়ে গোলের উপর উড়িয়ে দেন আনোয়ার আলি।

তবে এরপর লাল কার্ডের শিকার হয় দুই দলই। ৬৭ মিনিটে আহমেদ জাহুকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্মান্দো সাদিকু। এর সাত মিনিট পর বক্সের ধারে হ্যান্ডবল করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ওড়িশার ডেলগাডো। 

দুই দলই ১০ জনে হয়ে যাওয়ার পরে মোহনবাগানের দাপট বজায় ছিল।  ৮২ মিনিটে বাঁদিক থেকে লিস্টন কোলাসোর পাস কোনওমতে নরেন্দর গেহলটের পায়ে লেগে আসে অনিরুধ থাপার কাছে, কিন্তু তার পায়ের ছোঁয়া লেগে বল লাগে বারে।

শেষ অবধি এই ফলাফল নিয়েই ম্যাচ শেষ করে দুই দল। নিঃসন্দেহে অ্যাডভান্টেজ ওড়িশার। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহন জনতার ভিড়ের মাঝে খেলাটা বড় চ্যালেঞ্জ, আর মোহনবাগানের কাছেও চ্যালেঞ্জ থাকবে ওড়িশাকে হারানোর।