ISL: সেমিফাইনাল জিতলে যুবভারতীতেই ফাইনাল খেলবে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে সব জল্পনার অবসান। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) কতৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল এবারের আইএসএল কাপ ফাইনাল ম্যাচটি কোথায় হতে চলেছে। মঙ্গলবার আইএসএল অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে যে ৪ মে শনিবার, ২০২৩-২৪ মরসুমের ফাইনাল ম্যাচটি হবে ফাইনালিস্টদের মধ্যে লিগের উচ্চ-র‍্যাঙ্ক দলের হোম গ্রাউন্ডে।

প্রসঙ্গত ১৫ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান দল জমজমাট ম্যাচে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে লীগ শিল্ড চ্যাম্পিইয়ন হয়। এর ফলে লিগ টেবিলের শীর্ষে শেষ করে মোহনবাগান, দ্বিতীয় স্থানে শেষ করে মুম্বই সিটি এফসি। তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। এর ফলে আইএসএল ফাইনাল আয়োজনের জন্য কলকাতা, মুম্বাই এবং গোয়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

খবর অনুযায়ী, ভেন্যু নিশ্চিত হলেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ইতিমধ্যে ওড়িশা এফসি এবং এফসি গোয়া তাদের নকআউট ম্যাচে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স এফসি এবং চেন্নাইয়িন এফসি-এর বিরুদ্ধে জিতে আইএসএল সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে।

২৩ এপ্রিল কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএল সেমিফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান। এরপর দ্বিতীয় লেগটি হবে ২৮ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে।