দেশে ই-স্পোর্টসের বৃদ্ধিতে নামী গেমারদের সাথে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতে ক্রিকেট-ফুটবল-টেনিসের সাথে সাথেও যে খেলার বৃদ্ধি ক্রমশই বেড়ে উঠছে, তা হল ই-স্পোর্টস। গেমিংয়ের ক্ষেত্রে ভারতের বিভিন্ন জায়গা থেকে একাধিক তারকা উঠে এসে অসংখ্যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে গর্বিত করছে। এবার এই গেমারদের সাথে সাক্ষাৎ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের মোট সাতজন ভারতীয় গেমারদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। মূলত এই সাক্ষাতে ই-স্পোর্টস ও গেমিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সমস্যার কথা বলা হয়েছে। বৈঠকের শেষে, ৭৩ বছর বয়সী মোদী ভার্চুয়াল রিয়ালিটি ও মোবাইল গেমে নিজেকে ব্যস্ত রাখেন।

এই গেমারদের মধ্যে সব থেকে বড় নাম ছিলেন নমন মাথুর, যার গেমিং নাম ‘মর্টাল’। ইনস্টাগ্রামে ৫.৩ মিলিয়ন ও ইউটিউবে প্রায় ৭ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা মর্টাল জনপ্রিয় হয়েছিলেন সম্প্রতি ভারতে ব্যান হওয়া পাবজি থেকে।

এছাড়া এই বৈঠকে ছিলেন অনিমেষ আগরওয়াল, যিনি পরিচিত 8Bit_Thug নামে। ডেলোইটের দামী চাকরি ছেড়ে ই-স্পোর্টসে ঢুকেছিলেন। বর্তমানে তিনি 8Bit Creatives নামে জনপ্রিয় এক ই-স্পোর্টস উপদেষ্টা সংস্থা। এছাড়া মিথিলেশ পাতাঙ্কার (মিথপ্যাট) ও পায়েল ধারে (পায়ালগেমিং) ছিলেন এই বৈঠকে। এছাড়া ছিলেন দুইটি এশিয়ান গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করা ই-স্পোর্টস গেমার তীর্থ মেহতা।

ইতিমধ্যেই এশিয়ান গেমস ও কমনওয়েলস গেমসে ই-স্পোর্টসের জায়গা হয়েছে। আর আগামী বছরে শুরু হবে অলিম্পিক ই-স্পোর্টস। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ নিঃসন্দেহে দেশের ই-স্পোর্টসকে আরও বড় জায়গায় নিয়ে আসবে।